অবৈধভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার টংগর গ্রামে। গ্রামের ওয়াছিদ হাসানের ডোবায় বিষ প্রয়োগ করে ছোট বড় বিভিন্ন জাতের প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন করা হয়।
ভূক্তভোগী ওয়াছি হাসান জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত রাতে টংগর গ্রামের মৃত আবারক মিয়ার ছেলে সাবেক মেম্বার ফুলকাছ মিয়া, বারিক মিয়ার ছেলে আয়না ও তেলিকোনা গ্রামের বশর মিয়া গং মিলে আমার ডোবায় বিষ প্রয়োগ করে এই ক্ষতিসাধন করে।
তিনি বলেন, গতরাত ১২ টার দিকে ডুবার আশপাশে ফুলকাছ মিয়াকে আমার ভাই দেখতে পায়, ইহাতে আমাদের মনে সন্দেহের সৃষ্টি হয়।তৎক্ষণাত আমি ও আমার ভাই আব্দুল গফফার ডোবায় গিয়ে দেখতে পাই মাছের বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে আর লাফালাফি করছে। এসময় আমি ফুলকাছকে ধরার জন্য গেলে সে দৌড়ে পালিয়ে যায়। পরিশেষে আমার ভাই ডোবায় নেমে বিষের থলে উদ্ধার করেন। তখনও বিষের তলে থেকে ধোয়া উঠছিল যা প্রমানিত।
প্রত্যক্ষদর্শী পাহাদার জানান, ফুলরকাছ, আয়না ও বশরকে ডোবার আশ পাশে ঘুরতে দেখেছি।
ভূক্তভোগী ওয়াছেদ হাসান বলেন, আমার বড় ধরণের ক্ষতি হয়ে গেল। আমার অনেক টাকা খরচা হয়েছে এই ডোবায়। অন্তত ৫ লক্ষ টাকার মাছ ছিল ডোবায়, সব গেল আমার। এই বলে বিলাপ করতে থাকেন।
এ বিষয়ে অভিযুক্ত ফুলকাছ মিয়া বলেন, এই ডোবার মালিক আমি। আমি এধরণের কিছু করিনি আর কেন করতে যাব।
জনস্বার্তে নিউজ ২৪