ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান Logo সুনামগঞ্জে নবনিযুক্ত দিরাই ও ছাতক সার্কেল কর্মকর্তার যোগদান Logo জগন্নাথপুর রক্তদান সংস্থা’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত Logo ধর্মপাশায় অটোরিকশার ধাক্কায় ৪ বছরের এক শিশুর মৃত্যু Logo টিআরসি নিয়োগকে ঘিরে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত Logo ছাতকের কামারগাঁও বাজারে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ Logo ছাতকে থানা পুলিশের অভিযানে রাজনৈতিক ও সিআর মামলায় গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ বাংলাদেশ: সতর্কতা ও প্রস্তুতির প্রয়োজন – ইমরান হোসেন হিমু Logo শান্তিগঞ্জে যুক্তরাজ্য বিএনপি’র অন্যতম সহ-সভাপতি এম,এ ছাত্তারের পক্ষে গণসংযোগ Logo অপারেশন ডেভিল হান্ট, শান্তিগঞ্জে আ.লীগের উপদেষ্টা ছোয়াব আলী গ্রেফতার

দিরাইয়ে অবৈধভাবে বিষ প্রয়োগ করে ৫ লক্ষ টাকার মাছ নিধন

অবৈধভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার টংগর গ্রামে। গ্রামের ওয়াছিদ হাসানের ডোবায় বিষ প্রয়োগ করে ছোট বড় বিভিন্ন জাতের  প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন করা হয়।

ভূক্তভোগী ওয়াছি হাসান জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত রাতে টংগর গ্রামের মৃত আবারক মিয়ার ছেলে সাবেক মেম্বার ফুলকাছ মিয়া, বারিক মিয়ার ছেলে আয়না ও তেলিকোনা গ্রামের বশর মিয়া গং মিলে আমার ডোবায় বিষ প্রয়োগ করে এই ক্ষতিসাধন করে।

তিনি বলেন, গতরাত ১২ টার দিকে ডুবার আশপাশে ফুলকাছ মিয়াকে আমার ভাই দেখতে পায়, ইহাতে আমাদের মনে সন্দেহের সৃষ্টি হয়।তৎক্ষণাত আমি ও আমার ভাই আব্দুল গফফার ডোবায় গিয়ে দেখতে পাই মাছের বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে আর লাফালাফি করছে। এসময় আমি ফুলকাছকে ধরার জন্য গেলে সে দৌড়ে পালিয়ে যায়। পরিশেষে আমার ভাই ডোবায় নেমে বিষের থলে উদ্ধার করেন।  তখনও বিষের তলে থেকে ধোয়া উঠছিল যা প্রমানিত।

প্রত্যক্ষদর্শী পাহাদার জানান, ফুলরকাছ, আয়না ও বশরকে ডোবার আশ পাশে ঘুরতে দেখেছি।

ভূক্তভোগী ওয়াছেদ হাসান বলেন, আমার বড় ধরণের ক্ষতি হয়ে গেল। আমার অনেক টাকা খরচা হয়েছে এই ডোবায়। অন্তত ৫ লক্ষ টাকার মাছ ছিল ডোবায়, সব গেল আমার। এই বলে বিলাপ করতে থাকেন।

এ বিষয়ে অভিযুক্ত ফুলকাছ মিয়া  বলেন, এই ডোবার মালিক আমি। আমি এধরণের কিছু করিনি আর কেন করতে যাব।

 

জনস্বার্তে নিউজ ২৪

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান

দিরাইয়ে অবৈধভাবে বিষ প্রয়োগ করে ৫ লক্ষ টাকার মাছ নিধন

আপডেট সময় ০৫:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২

অবৈধভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার টংগর গ্রামে। গ্রামের ওয়াছিদ হাসানের ডোবায় বিষ প্রয়োগ করে ছোট বড় বিভিন্ন জাতের  প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন করা হয়।

ভূক্তভোগী ওয়াছি হাসান জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত রাতে টংগর গ্রামের মৃত আবারক মিয়ার ছেলে সাবেক মেম্বার ফুলকাছ মিয়া, বারিক মিয়ার ছেলে আয়না ও তেলিকোনা গ্রামের বশর মিয়া গং মিলে আমার ডোবায় বিষ প্রয়োগ করে এই ক্ষতিসাধন করে।

তিনি বলেন, গতরাত ১২ টার দিকে ডুবার আশপাশে ফুলকাছ মিয়াকে আমার ভাই দেখতে পায়, ইহাতে আমাদের মনে সন্দেহের সৃষ্টি হয়।তৎক্ষণাত আমি ও আমার ভাই আব্দুল গফফার ডোবায় গিয়ে দেখতে পাই মাছের বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে আর লাফালাফি করছে। এসময় আমি ফুলকাছকে ধরার জন্য গেলে সে দৌড়ে পালিয়ে যায়। পরিশেষে আমার ভাই ডোবায় নেমে বিষের থলে উদ্ধার করেন।  তখনও বিষের তলে থেকে ধোয়া উঠছিল যা প্রমানিত।

প্রত্যক্ষদর্শী পাহাদার জানান, ফুলরকাছ, আয়না ও বশরকে ডোবার আশ পাশে ঘুরতে দেখেছি।

ভূক্তভোগী ওয়াছেদ হাসান বলেন, আমার বড় ধরণের ক্ষতি হয়ে গেল। আমার অনেক টাকা খরচা হয়েছে এই ডোবায়। অন্তত ৫ লক্ষ টাকার মাছ ছিল ডোবায়, সব গেল আমার। এই বলে বিলাপ করতে থাকেন।

এ বিষয়ে অভিযুক্ত ফুলকাছ মিয়া  বলেন, এই ডোবার মালিক আমি। আমি এধরণের কিছু করিনি আর কেন করতে যাব।

 

জনস্বার্তে নিউজ ২৪