বিশ্ব শিশু দিবস ২০২২ উপলক্ষে দিরাই উপজেলায় ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমী’তে ইসলামিক রিলিফ বাংলাদেশের সৌজন্যে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমীর চেয়ারম্যান শাহজাহান সিরাজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জরুল আলম চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি শিশু আগামীর দেশ গড়ার কারিগর। প্রতিটি শিশুর মৌলিক চাহিদা পূরণ করতে হবে এবং শিশুশ্রম বন্ধ করতে হবে।
তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশকে ধন্যবাদ দিয়ে বলেন, এই সংস্থাটি দিরাই উপজেলার সাতটি ইউনিয়নে সেবামূলক কাজ করে যাচ্ছে এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আশা করি সংস্থাটি উপজেলার বাকী আরো দু’টি ইউনিয়নকে তাদের সেবামূলক কাজে যুক্ত করবে।
সংস্থাটির সমন্বয়ক তাঁর বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যকে স্বাগত জানান এবং বলেন, খুব শীগ্রই বাকী দুই ইউনিয়নে তারা তাদের কার্যক্রম শুরু করবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য দেন সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, জনস্বার্থে নিউজ ২৪ এর নির্বাহী সম্পাদক ও প্রভাষক মোঃ মোস্তাহার মিয়া প্রমুখ।
পরিশেষে শিশুদের মধ্যে কবিতা আবৃত্তি, নাচ, গান এর প্রতিযোগিতা হয় এবং বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।