স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বহুল প্রত্যাশিত বিয়াম ল্যাবরেটরি হাই স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(২৪ জানুয়ারি) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার আস্তমা এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিয়াম ল্যাবরেটরি হাই স্কুলের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া৷
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়াম ল্যাবরেটরি হাই স্কুলের জমিদাতা ডা. আবু সাঈদ আলী আহমদ, ডা. সুলতানা ওয়াহেদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার
এদিকে বিয়াম ল্যাবরেটরি হাই স্কুলের শুভ উদ্বোধন হওয়ায় বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাইন্দারপাড় বাসী। এতে আশার আলো দেখছেন উপজেলার সর্বস্তরের মানুষ। এই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনের মধ্যদিয়ে শিক্ষাক্ষেত্রে আরও এক নতুন মাইলফলক স্পর্শ করলো শান্তিগঞ্জবাসী।