স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
শান্তিগঞ্জে ৭ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রী উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের জীবদাড়া গ্রামের দিলাল উদ্দিনের মেয়ে সাতগ্রাম জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী হাবিবা আক্তার (১৪)। প্রত্যক্ষদর্শী ও পারিবারি সূত্রে জানা যায়, মেয়ের মা প্রবাসে থাকেন। সেই সুবাধে বাবা পরিবারে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় তাহার বাবা বাজারে ফ্যান মেরামত করে আনতে জীবদাড়া বাজারে যান। এই সময় ছোটবোন খাদিজা হাবিবার শয়ন কক্ষের দরজা বন্ধ দেখে জানালা ফাঁক করে দেখে হাবিবা সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত রয়েছে। তখন সুর চিৎকার দিলে পার্শবর্তী বাড়ীর লোকজন ও তাহার বাবা দৌড়ে এসে হাবিবার লাশ গলায় ফাঁশ লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শান্তিগঞ্জ থানায় খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিবার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে লাশের সুরতহাল তৈরী করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। তবে এটা হত্যা নাকি আত্নহত্যা তাহার কারণ জানা যায়নি।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকরাম আলী জানান, লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনের পর বুঝা যাবে এটা হত্যা নাকি আত্নহত্যা।