স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস (হাতে-কলমে শিক্ষা) নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় আন্দোলনরত
শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে সেনাবাহিনী।
রবিবার(২০এপ্রিল) সকাল ১০ টায় বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ -সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
পুলিশ চেষ্টা করেও সড়ক থেকে তাঁদের সরাতে পারেনি। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে সাড়ে ১১টার সময় তাঁদের সড়ক থেকে সরিয় দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, সেনাবাহিনীর সদস্যরা তাঁদের ওপর লাঠিচার্জ করেছেন। কারো কারো গায়ে হাত তোলা হয়েছে। এসময় ১০-১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন করছেন।
সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন বলেন,শিক্ষার্থীদের দাবি শুনেছি তাদের রাস্তা থেকে সরে যেতে বললে রাজি না হওয়ায়
কিছুটা বল প্রয়োগ করে ভেতরে ঢুকানো হয়েছে। সুনামগঞ্জ মেডিকেল কলেজ অধ্যাপক মোস্তফা কামাল ভূইয়া বলেন,
সেনাবাহিনীর লাঠিচার্জে শিক্ষার্থীরা আহত হয়েছে।তাদের কিছু দাবি নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে।
ঢাকা
,
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










সুনামগঞ্জে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দেড়ঘণ্টা সড়ক অবরোধ, পরে সরিয়ে দিল সেনাবাহিনী
-
মান্নার মিয়া
- আপডেট সময় ০৪:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- ৫৪৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ