স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টায় কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রন ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের দাবি, হাসপাতালে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা নিশ্চিত করতে এবং চিকিৎসাসেবা চালু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে।
আন্দোলনকারীরা জানান, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার বিচার না হওয়া পর্যন্ত এবং দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে রোববার সকালে দ্বিতীয় দিনের মতো সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় সেনাবাহিনী এসে অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তা মানেননি। এক পর্যায়ে সেনাবাহিনী আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে, যার ফলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যেতে বাধ্য হন।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।
ঢাকা
,
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










সুনামগঞ্জ মেডিকেল কলেজে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা
-
মান্নার মিয়া
- আপডেট সময় ০১:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- ৫০৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ