স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার(৬ সেপ্টেম্বর) সকাল১০টায় সিলেটের শিবগঞ্জস্থ গ্রীনহিল স্টেট কলেজ মিলনায়তনে মোঃআব্দুল মালেক’র
সভাপতিত্বে এবং মোঃ সেলিম আহমদ’র সঞ্চালনায়
বক্তব্য রাখেন—
মো: শাহাজান মিয়া,মো: জহিরুল ইসলাম,হুমায়ুন কবির, মাহমুদা খাতুন, মো: মুফাছ্ছিল আলী,তোফাজ্জল আলী, মোদরিছ আলী,রহিমা বেগম,মুজিবুর রহমান,মোশাররফ হোসেন ও হারুনুর রশিদ দোলন রানী তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন,আসছে ১৫ সেপ্টেম্বর ২০২৫ ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ঘোষিত বিশাল শিক্ষক সমাবেশকে সফল করার লক্ষ্যে সারা দেশের শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা শিক্ষকদের ন্যায্য দাবি আদায়, বৈষম্য নিরসন এবং জাতীয়করণের আওতায় অন্তর্ভুক্তির জন্য সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না করলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়।”
সভায় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ আসন্ন ঢাকার সমাবেশকে ঐতিহাসিকভাবে সফল করতে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।