বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, যারা তাদের বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়ন করবেন।মেন্টরস স্টাডি অ্যাব্রোডের আয়োজনে অস্ট্রেলিয়া ওপেন ডে হবে আগামী সোমবার।সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর গুলশানে হোটেল আমারির ইডেন গ্র্যান্ড বলরুমে ওপেন ডে হবে।ওপেন ডেতে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, যারা তাদের বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়ন করবেন।অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হল ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি (এসিইউ), কার্টিন ইউনিভার্সিটি, ডেকিন ইউনিভার্সিটি, এটিএমসি (ফেডারেশন ইউনিভার্সিটি), ভিক্টোরিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (ভিআইটি), এডিথ কোওয়ান কলেজ, আইন্সবেরি কলেজ, এসএআইবিটি, গ্রিফিথ কলেজ, টেয়লার্স কলেজ, অস্ট্রেলিয়া ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (এআইবিটি), অলব্রাইট ইনস্টিটিউট, অস্ট্রেলিয়ান বিজনেস অ্যান্ড কালিনারি ইনস্টিটিউট এবং মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ।ব্যাচেলর, মাস্টার্স, ফাউন্ডেশন, ডিপ্লোমা এবং অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্সের জন্য বিস্তৃত সুযোগ থাকবে।এ প্রতিষ্ঠানগুলো ছাড়া অন্যান্য নামী অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া, ভিসা প্রক্রিয়া, খণ্ডকালীন কাজের সুযোগ, অধ্যয়ন-পরবর্তী ওয়ার্ক পারমিট, ভ্রমণ ও বাসস্থান, আইইএলটিএস প্রস্তুতি ও নিবন্ধন এবং আরও অনেক বিষয়ে গাইড করার জন্য ওপেন ডেতে অভিজ্ঞ কাউন্সিলর থাকবেন।আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফি নেয়া হবে না। এই ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মেন্টরস স্টাডি অ্যাব্রোড থেকে বিনা মূল্যে ভর্তি এবং ভিসা প্রক্রিয়াকরণ সুবিধা পাবেন।স্পট অ্যাসেসমেন্ট ও আবেদনের জন্য সার্টিফিকেট/ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্টের (যদি থাকে) কপি সঙ্গে আনতে হবে।
আরও তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১৩২৪৩৪২৫, ০১৭১৩২৪৩৪৩৭ নম্বরে।