জয়পুরহাটের তেতুলতলী থেকে ৩ লাখ ৪৬ হাজার বাংলাদেশি জাল নোটসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা।প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, সোমবার রাত দেড়টার দিকে জয়পুরহাট সদর উপজেলার তেতুলতলী এলাকা থেকে ৩ লাখ ৪৬ হাজার টাকার জাল নোট, দুইটি মোবাইল ফোন, চারটি সিম কার্ডসহ রিমন (২৭) ও রনি মন্ডল (৩০) নামে দুজনকে আটক করা হয়েছে।
আটকেরা জয়পুরহাট সদর উপজেলার নাকুরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে রিমন ও মৃত নুরুজ্জামানের ছেলে রনি মন্ডল।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, অভিযুক্ত রিমন জাল টাকা সরবরাহকারী ও বিপণনকারী সিন্ডিকেটের সক্রিয় সদস্য ও রনি তার সহযোগী। তারা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। তারা ঈদকে সামনে রেখে এসব জাল টাকা লাখে ১২ হাজার টাকা মূল্যে কিনে এনে ব্যাংকের টাকার বান্ডিলের মধ্যে কৌশলে ঢুকিয়ে দিয়ে চালাতেন বলে স্বীকার করেছেন। এছাড়াও তারা বিভিন্ন বিপণীবিতানে কৌশলে এসব নোট চালাতেন বলে স্বীকার করেছেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদর ও আশপাশের এলাকায় জাল টাকা বিতরণ করে আসছিলেন। তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।