বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নব দম্পতি স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। কেরানীগঞ্জ আটি বাজার এলাকায় বিয়ের দেড় মাসের মাথায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ইসমাইল (২০) ও তার স্ত্রী মোসাম্মৎ কাজল আক্তার (১৮)।
মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ২টার দিকে দায়িত্বরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।বুধবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে কেরানীগঞ্জ সুমন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইলের বাবার নাম মো. আলী। তারা কেরানীগঞ্জ আমবাগান এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে আটিবাজার সুমন হাউজিং এলাকায় একটি বাসার চারতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
নিহতের বাবা মো আলী জানান, রাত ১২টার দিকে তিনি কর্মস্থল থেকে বাসায় আসেন। নিচের গেট বন্ধ থাকায় ওপরের চারতলার বারান্দা দিয়ে আমার ছেলে চাবি ছুড়ে মারার সময় সেই চাবি গিয়ে বাহিরে থাকা বিদ্যুতের তারের ওপরে পড়ে। পরে আমার ছেলে চারতলার বারান্দায় দাঁড়িয়ে একটি লোহার পাইপ দিয়ে চাবিটি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সেই সময় তার চিৎকারে তাকে বাঁচাতে এসে তার স্ত্রী কাজলও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উভয়কেই হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, গত দেড় মাস আগে ইসমাইলের সাথে কাজলের ছেলের বিয়ে হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, স্বামী-স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জনস্বার্থে নিউজ24.কম