ঢাকা , সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ল্যাব সংস্কারের টাকা আত্মসা শাল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তুলে শিক্ষার্থীদের বিক্ষোব! Logo শান্তিগঞ্জে জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo অনৈতিক প্রস্তাবে রাজি নয়, বিধবা কার্ড বাতিলের অভিযোগ Logo বিশ্বম্ভরপুর উপজেলায় সীমান্তিকের উদ্যাগে বিশ্ব গর্ভনিরোধ দিবস উদযাপন Logo সিলেটে পাথরবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঔষধ কোম্পানীর এরিয়া ম্যানেজার নিহত Logo পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃআলী নেওয়াজের ইন্তেকাল Logo শান্তিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে একত্রে তিনটি বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত Logo সাংবাদিক রুহুল আমিন গাজী আর নেই Logo দুর্যোগ ব্যবস্থা কমিটির সভা Logo ছিনতাই করে পালোনোর সময় সিএনজি সহ চার ছিনতাইকারী জনতার হাতে আটক

সাকিব আগের থেকে ভালো তাসকিনের ম্যাচ খেলতে সমস্যা নেই

স্পোর্টস ডেস্কঃ

রোদের তীব্রতা এত বেশি, মোবাইলে ভিডিও ধারণ করা যাচ্ছিল না। স্ক্রিনে দেখাচ্ছিল মধ্যদুপুরের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, অনুভূত ৪২ ডিগ্রি। শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। গরমের তীব্রতায় মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন সহকারী ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন ডিকেন্স। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের শরীর খারাপ আগে থেকেই। গতকাল মাঠেও ছিলেন না তিনি। এককথায়, বলিউডের বাদশাহদের রঙিন দুনিয়া আর ভারতের হিন্দি ফিল্মের সিটিতে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। চেন্নাই থেকেই দলের ভেতরে চোটের থাবা পড়েছে। গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ গত ম্যাচ খেলতে পারেননি। ভারতের বিপক্ষে তারা ছিলেন রিজার্ভ বেঞ্চের সদস্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা নিয়েও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। যদিও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, সাকিব আগের থেকে ভালো, তাসকিনের ম্যাচ খেলতে সমস্যা নেই

আসলে বাংলাদেশের বিশ্বকাপ দলে এখন পর্যন্ত যা কিছু হয়েছে, তাতে নিশ্চিত করে কিছু বলা বা লেখার উপায় নেই। মুখে কুলুপ এঁটে থাকা ক্রিকেটারদের সাংবাদিকদের দিকে তাকাতেও বারণ করে দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্ট থেকে। মাহমুদউল্লাহর মতো সিনিয়র ক্রিকেটারকে নানাভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে ব্যর্থ হন সাংবাদিকরা। খালেদ মাহমুদ সুজন পাশ দিয়ে হেঁটে গেলেও অন্যদিকে তাকিয়ে থাকেন। এটাই নাকি এই বিশ্বকাপের ‘টিম রুলস’। যে পরিকল্পনা নিয়ে সাকিবের এ রুলস জারি করা, তা থেকে কোনো সুফল পেয়েছে দল? দীর্ঘশ্বাস ফেলে সুজন উত্তর দিলেন, কী জানি! এই বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের কোনো পরিকল্পনাই ভালো যাচ্ছে না। ব্যাটিং, বোলিং– দুই বিভাগই খারাপ করছে। একসঙ্গে না জ্বলায় ভালো করতে পারছে না ম্যাচে। বিশেষ করে, ভারতের ব্যাটিংস্বর্গে বোলার বা ব্যাটারদের কেউই কৌশল ধরতে পারছেন না। যে কারণে বাংলাদেশ আড়াইশ রানের দলে পরিণত হয়েছে। এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে ২৬০ রান করতে পারেনি এক ইনিংসেও। অথচ এই বিশ্বকাপে ৪২৮ রান পর্যন্ত করেছে দক্ষিণ আফ্রিকা। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে করেছে ৩৯৯ রান। মঙ্গলবার সেই দলের বিপক্ষে মুখোমুখি হতে হবে বাংলাদেশকে দ্বিতীয় জয়ের খোঁজে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব, তাসকিনের খেলার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হচ্ছে না দল থেকে।

সাকিব বাঁ-ঊরুর সামনের পেশিতে চোট পেয়েছেন চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময়। তাঁর চোটের গভীরতা কতটা, সে সম্পর্কে পরিষ্কার করে কিছু বলা হয়নি। গতকাল ম্যানেজার রাবীদ ইমামের কাছে জানতে চাওয়া হলে তিনিও ধোঁয়াশা রেখে দিলেন। শুধু ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ঢাকা থেকে জানান, সাকিবের বদলি পাঠাবে না বিসিবি। টিম ডিরেক্টর সুজনের বক্তব্য অনুযায়ী, সাকিব খেলতে পারেন। বিসিবির এ পরিচালকের মতে, ‘সাকিব আগের ম্যাচেও খেলতে চেয়েছিল। মাঠে প্রস্তুত হয়ে গিয়েছিল সে। আশা করি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবে। ও তো খেলতেই চায়, আমরা খেলতে দিই না। কারণ বড় কিছু হয়ে গেলে বাকি ম্যাচগুলোতে পাওয়া যাবে না।’ সাকিব গতকাল অনুশীলনে এসেছেন দুপুরে। হালকা রানিং ও নেটসেশন করেছেন। আজ বোলিং এবং জোরে রানিং করবেন বলে জানান তিনি। তাসকিন তো গতকাল নেটে একটিও বল করেননি। ফিজিও বায়েজিদুল ইসলামের নির্দেশনায় রানআপ নিয়ে ছায়া বোলিং করেছেন। তাসকিনের ডান কাঁধের চোট পুরোনো। দক্ষিণ আফ্রিকার চিকিৎসকরা গত বছরই অস্ত্রোপচার করাতে বলেছিলেন ডানহাতি এ পেসারকে। কিন্তু বিশ্বকাপ খেলার স্বার্থে রক্ষণশীল চিকিৎসা নিয়ে ম্যাচ খেলে গেছেন তিনি। বিশ্বকাপে আসার পর থেকে একটু একটু করে সেই ব্যথা মাথাচাড়া দিয়ে ওঠে। ব্যথা বেড়ে যাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারের কোটা পূরণ করতে ব্যর্থ হন। এই ব্যথার কারণে তাঁর বোলিংয়ের ধারও কমে গেছে। ফলে ‘ফায়ার ইন ইন্ডিয়া’র পরিবর্তে খরুচে তাসকিনকে দেখছে বিশ্বকাপ। মুম্বাইয়ে কাল এ ফাস্ট বোলার ও অলরাউন্ডার সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, আজ দু’জনের বোলিং দেখার পর সিদ্ধান্ত নেবেন তারা। তিনি বলেন, ‘ফিজিও তো বলছে প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে। কাল (আজ) একটা মূল্যায়ন রিপোর্ট দেবে। তার ওপর ভিত্তি করে বাকি সিদ্ধান্ত।’ সিদ্ধান্ত নেতিবাচক হলে রিজার্ভ বেঞ্চ থেকে খেলোয়াড় নামাতে হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ল্যাব সংস্কারের টাকা আত্মসা শাল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তুলে শিক্ষার্থীদের বিক্ষোব!

সাকিব আগের থেকে ভালো তাসকিনের ম্যাচ খেলতে সমস্যা নেই

আপডেট সময় ১২:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্কঃ

রোদের তীব্রতা এত বেশি, মোবাইলে ভিডিও ধারণ করা যাচ্ছিল না। স্ক্রিনে দেখাচ্ছিল মধ্যদুপুরের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, অনুভূত ৪২ ডিগ্রি। শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। গরমের তীব্রতায় মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন সহকারী ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন ডিকেন্স। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের শরীর খারাপ আগে থেকেই। গতকাল মাঠেও ছিলেন না তিনি। এককথায়, বলিউডের বাদশাহদের রঙিন দুনিয়া আর ভারতের হিন্দি ফিল্মের সিটিতে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। চেন্নাই থেকেই দলের ভেতরে চোটের থাবা পড়েছে। গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ গত ম্যাচ খেলতে পারেননি। ভারতের বিপক্ষে তারা ছিলেন রিজার্ভ বেঞ্চের সদস্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা নিয়েও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। যদিও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, সাকিব আগের থেকে ভালো, তাসকিনের ম্যাচ খেলতে সমস্যা নেই

আসলে বাংলাদেশের বিশ্বকাপ দলে এখন পর্যন্ত যা কিছু হয়েছে, তাতে নিশ্চিত করে কিছু বলা বা লেখার উপায় নেই। মুখে কুলুপ এঁটে থাকা ক্রিকেটারদের সাংবাদিকদের দিকে তাকাতেও বারণ করে দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্ট থেকে। মাহমুদউল্লাহর মতো সিনিয়র ক্রিকেটারকে নানাভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে ব্যর্থ হন সাংবাদিকরা। খালেদ মাহমুদ সুজন পাশ দিয়ে হেঁটে গেলেও অন্যদিকে তাকিয়ে থাকেন। এটাই নাকি এই বিশ্বকাপের ‘টিম রুলস’। যে পরিকল্পনা নিয়ে সাকিবের এ রুলস জারি করা, তা থেকে কোনো সুফল পেয়েছে দল? দীর্ঘশ্বাস ফেলে সুজন উত্তর দিলেন, কী জানি! এই বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের কোনো পরিকল্পনাই ভালো যাচ্ছে না। ব্যাটিং, বোলিং– দুই বিভাগই খারাপ করছে। একসঙ্গে না জ্বলায় ভালো করতে পারছে না ম্যাচে। বিশেষ করে, ভারতের ব্যাটিংস্বর্গে বোলার বা ব্যাটারদের কেউই কৌশল ধরতে পারছেন না। যে কারণে বাংলাদেশ আড়াইশ রানের দলে পরিণত হয়েছে। এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে ২৬০ রান করতে পারেনি এক ইনিংসেও। অথচ এই বিশ্বকাপে ৪২৮ রান পর্যন্ত করেছে দক্ষিণ আফ্রিকা। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে করেছে ৩৯৯ রান। মঙ্গলবার সেই দলের বিপক্ষে মুখোমুখি হতে হবে বাংলাদেশকে দ্বিতীয় জয়ের খোঁজে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব, তাসকিনের খেলার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হচ্ছে না দল থেকে।

সাকিব বাঁ-ঊরুর সামনের পেশিতে চোট পেয়েছেন চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময়। তাঁর চোটের গভীরতা কতটা, সে সম্পর্কে পরিষ্কার করে কিছু বলা হয়নি। গতকাল ম্যানেজার রাবীদ ইমামের কাছে জানতে চাওয়া হলে তিনিও ধোঁয়াশা রেখে দিলেন। শুধু ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ঢাকা থেকে জানান, সাকিবের বদলি পাঠাবে না বিসিবি। টিম ডিরেক্টর সুজনের বক্তব্য অনুযায়ী, সাকিব খেলতে পারেন। বিসিবির এ পরিচালকের মতে, ‘সাকিব আগের ম্যাচেও খেলতে চেয়েছিল। মাঠে প্রস্তুত হয়ে গিয়েছিল সে। আশা করি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবে। ও তো খেলতেই চায়, আমরা খেলতে দিই না। কারণ বড় কিছু হয়ে গেলে বাকি ম্যাচগুলোতে পাওয়া যাবে না।’ সাকিব গতকাল অনুশীলনে এসেছেন দুপুরে। হালকা রানিং ও নেটসেশন করেছেন। আজ বোলিং এবং জোরে রানিং করবেন বলে জানান তিনি। তাসকিন তো গতকাল নেটে একটিও বল করেননি। ফিজিও বায়েজিদুল ইসলামের নির্দেশনায় রানআপ নিয়ে ছায়া বোলিং করেছেন। তাসকিনের ডান কাঁধের চোট পুরোনো। দক্ষিণ আফ্রিকার চিকিৎসকরা গত বছরই অস্ত্রোপচার করাতে বলেছিলেন ডানহাতি এ পেসারকে। কিন্তু বিশ্বকাপ খেলার স্বার্থে রক্ষণশীল চিকিৎসা নিয়ে ম্যাচ খেলে গেছেন তিনি। বিশ্বকাপে আসার পর থেকে একটু একটু করে সেই ব্যথা মাথাচাড়া দিয়ে ওঠে। ব্যথা বেড়ে যাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারের কোটা পূরণ করতে ব্যর্থ হন। এই ব্যথার কারণে তাঁর বোলিংয়ের ধারও কমে গেছে। ফলে ‘ফায়ার ইন ইন্ডিয়া’র পরিবর্তে খরুচে তাসকিনকে দেখছে বিশ্বকাপ। মুম্বাইয়ে কাল এ ফাস্ট বোলার ও অলরাউন্ডার সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, আজ দু’জনের বোলিং দেখার পর সিদ্ধান্ত নেবেন তারা। তিনি বলেন, ‘ফিজিও তো বলছে প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে। কাল (আজ) একটা মূল্যায়ন রিপোর্ট দেবে। তার ওপর ভিত্তি করে বাকি সিদ্ধান্ত।’ সিদ্ধান্ত নেতিবাচক হলে রিজার্ভ বেঞ্চ থেকে খেলোয়াড় নামাতে হবে।