প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন (সুজন খান)
বারো আউলিয়ার পূণ্যভূমি, বানিজ্যিক রাজধানী, বন্দরনগরী ও শিল্পনগরী চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় অবস্থানরত সুনামগঞ্জবাসীদের নিয়ে গড়ে উঠেছিল একটি অরাজনৈতিক, সামাজিক, মানবিক, সেবামূলক, একতা সংগঠন যার নাম করণ করা হয়েছিল সুনামগঞ্জ এসোসিয়েশন, চট্টগ্রাম।
উক্ত সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ২৭/০৮/২০২১ইং তারিখে, প্রতিষ্ঠা লগ্নে তিন মাসের জন্য দুইজন সমন্বয়ক সহ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে তিন মাস পর ১ম বারের মতো পরবর্তী দুই বছরের জন্য ০৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছিল।
গত ১২/০১/২০২৪ইং রোজ শুক্রবার আলোচনা সভায় পরিষদের মেয়াদ উত্তীর্ণ করে আবারো আগামী দুই বছরের জন্য নতুন পরিষদ গঠন করেন।
উক্ত পরিষদে প্রধান উপদেষ্টা মোঃ সোহেল মিয়া, উপদেষ্টা মোঃ সোহেল রানা, সভাপতি মোঃ আনোয়ার হোসেন সুজন খান, সহ-সভাপতি মোঃ আল আমিন, সহ-সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জায়েদুর রেজা জিহাদ, অর্থ সম্পাদক মোঃ মিফতা উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ মুজায়েল আহমেদ সামি, দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, ত্রান বিষয়ক সম্পাদক মোঃ আলীনুর মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইমরান আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলাউর ইসলাম সজিব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস মিয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইমন মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আমিন উদ্দিন, কার্যকরী সদস্য মোঃ মোজাম্মেল হোসেন ও সঞ্জয় দাস।