স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলায় কর্মরত কনস্টেবল মোঃ ফয়েজ আহমদ সদ্য এএসআই (নিরস্ত্র) এবং কনস্টেবল আশরাফুল ইসলাম সদ্য নায়েক পদে পদোন্নতিপ্রাপ্ত হন। এ উপলক্ষ্যে রবিবার (১৫ ডিসেম্বর ২০২৪ খ্রি.) বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে তাদেরকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম সদ্য পদোন্নতিপ্রাপ্ত এএসআই ও নায়েককে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন। পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত এএসআই ও নায়েককে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।