দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধি:
দেশ ও জাতির উন্নয়নে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। রাজনীতি করতে হলে মানুষকে সম্মান দিতে হবে। সময়কে প্রাধান্য দিতে হবে।রাজনীতির নিয়ম পরিবর্তন করতে হবে। প্রচলিত ধারার রাজনীতির কবর দিতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও দিরাই- শাল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
সুনামগঞ্জের ভাটির উপজেলা দিরাইয়ের টানাখালি বাজারে (শনিবার ২১ ডিসেম্বর ) বিকাল ৪ টায় দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের ব্যানারে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
করিমপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুস শহিদের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুস সালাম কনরের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট শিশির মনির বলেন, কিছু কিছু ক্ষেত্রে ধর্ম নেই। কে হিন্দু কে মুসলমান এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো আমরা মানুষ।
আমার দেখব কে ভাল কাজ করে, যদি সে ভাল কাজ করে তা হলে তার সাথে কাজ করব বন্ধুত্ব করব এবং সেটিই হয়। স্বাস্থ্য, শিক্ষা, রাজনীতি, সম্প্রীতিতে কোন ধর্ম নেই। এগুলো সবার মধ্যেই ঘটে। কারো যদি স্বাস্থ্যের উন্নতি বা অবনতি হয় সেখানে হিন্দু-মুসলমান হিসেবে হয়ে থাকে না। হিন্দু-মুসলমান ভেদাভেদ ভুলে যেতে হবে।
ধনী -গরীব ভুলে যেতে হবে মনে করতে হবে সবাই মানুষ
তিনি বলেন, অনেকের বাড়ি গাড়ি আছে, ছেলে মেয়ে আছে কিন্তু সুখ শান্তি নেই। আবার অনেকেই রাস্তায় রিক্সা চালায় হাড়ভাঙ্গা পরিশ্রম করে তাদের মধ্যে অনেক সুখ রয়েছে। শুধু পয়সা হলেই সুখ শান্তি লাভ করা যায় না। একজন হতদরিদ্র মানুষ ও একজন অট্টালিকায় বসবাস করা মানুষের সুখের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন, যারা মানুষের মধ্যে এসব পার্থক্য করবে না তাদের জন রাজনৈতি, রাজনীতি মানে লুটেপুটে খাওয়া না,রাজনীতি মানে মামলা দেওয়া না,রাজনীতি মানুষের হক নষ্ট করা না
সভায় উপস্থিত ছিলেন সিলেট ইবনে সিনা রিকাবি বাজার শাখার ইনচার্জ রেজাউল করিম,দিরাই উপজেলা জামায়াতের নায়েব আমীর মাওলানা কামাল হোসেন,উপজেলা সেক্রেটারি আল আমিন, শিক্ষানিবেশ আইনজীবী আসাদুজ্জামান, প্রমুখ।