মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি :
মধ্যনগর উপজেলার মধ্যনগর থানার সামনে আওয়ামীলীগের পরিত্যক্ত অফিসের বারান্দায়
আজ ১৩/০১/২০২৫ খ্রিঃ সকাল ১১.১০ ঘটিকার সময় স্থানীয় লোকজনে মাধ্যমে জানা যায় যে, গত ২/৩ মাস যাবৎ অজ্ঞাতনামা ভারসাম্যহীন (পাগল) পুরুষ, বয়স অনুমান ৪৫ বৎসর হইবে সে মধ্যনগর বাজার সহ বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করত এবং মধ্যনগর বাজারস্থ আওয়ামীলীগের পরিত্যক্ত অফিসের বারান্দায় রাত্রিযাপন করিত। বিভিন্ন সময় লোকজন তাহাকে, ভাত, বিস্কুট, কেক খাওয়াতো। স্থানীয় লোকজন তাহাকে গত ১২/০১/২০২৫ রাত অনুমান ২০.৩০ ঘটিকার সময় মধ্যনগর বাজারস্থ আওয়ামীলীগের পরিত্যক্ত অফিসের বারান্দায় দেখে। অদ্য ১৩/০১/২০২৫খ্রিঃ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় স্থানীয় লোকজন দেখেন যে, উক্ত অজ্ঞাতনামা ভারসাম্যহীন (পাগল) পুরুষ মৃত্যুবরণ করিয়াছে।
অজ্ঞাতনামা ভারসাম্যহীন (পাগল) পুরুষ, বয়স অনুমান ৪৫ বৎসর। মোঃ সজীব রহমান অফিসার ইনচার্জ, মধ্যনগর থানা, সুনামগঞ্জ সঙ্গীয় অফিসার এসআই/মোঃ আসাদুল ইসলাম ও ফোর্স সহ মধ্যনগর থানার জিডি নং-৪৪৩, তারিখ-১৩/০১/২০২৫ মূলে ঘটনাস্থলের উপস্থিত হয়ে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। অজ্ঞাতনামা ভারসাম্যহীন(পাগল) পুরুষের মৃতদেহটির ছবি সংগ্রহ করা হইয়াছে এবং মৃতদেহটি বেওয়ারী লাশ হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার, মধ্যনগর, সুনামগঞ্জ এর সহায়তায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে।
ঢাকা
,
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::










মধ্যনগরে অজ্ঞাতনামা পাগল পুরুষের মৃত্যু
-
আসরাফ উদ্দিন হিল্লোল
- আপডেট সময় ০৫:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- ৫৩৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ