স্টাফ রিপোর্টার:
পাহাড়-নদীর পাড় ঘেঁষা শান্তিপূর্ণ জনপদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে ফুটবলপ্রেমীদের এক দুর্দান্ত বিকেলের সাক্ষী হলো সবাই। পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত হয় এক চমকপ্রদ প্রীতি ফুটবল ম্যাচ—ইসলামী ব্যাংক পাগলা বাজার বনাম পাগলা বাজার ব্যবসায়ী একাদশ।
২৬ জুলাই (শনিবার) বিকেল ৫টায় শুরু হওয়া এই প্রীতি ম্যাচ ঘিরে গোটা এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। উভয় দলের খেলোয়াড়রা ফুটবল মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেন। টানটান উত্তেজনা আর চিৎকার-জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠে কলেজ মাঠ। শেষ পর্যন্ত দারুণ নৈপুণ্য ও দলগত সমন্বয়ে জয় ছিনিয়ে নেয় ইসলামী ব্যাংক পাগলা বাজার একাদশ।
খেলা শেষে ইসলামী ব্যাংক পাগলা বাজারের ইনচার্জ তাজুল ইসলাম বলেন,
“খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতার অন্যতম উপায়। দলবদ্ধভাবে খেলার মধ্য দিয়ে আত্মবিশ্বাস ও সহনশীলতা গড়ে ওঠে। সবচেয়ে বড় কথা—খেলার মাধ্যমে যুবকদের মাদক থেকে দূরে রাখা সম্ভব। ইসলামী ব্যাংক সবসময় সমাজ ও তরুণদের কল্যাণে পাশে থাকবে ইনশাআল্লাহ।”
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের করতালি দিয়ে উৎসাহ দেন স্থানীয় দর্শনার্থীরা। ইসলামী ব্যাংকের পক্ষ থেকে মাঠে উপস্থিত ছিলেন মামুন আহমদ, শাহরিয়ার আলম জাহেদ, ইকবাল হোসেন, ফারুক আহমদ, জুমেল আহমদ, ও দবীর আহমদ।
অন্যদিকে পাগলা বাজার ব্যবসায়ী দলের পক্ষে মাঠে নামেন শাহীন আহমদ, নাসির উদ্দিন, রাফিনূর মিয়া, তোয়েল আহমদ, কদম আলী, রুহুল মিয়া, লাভলু, বিদ্যুৎ, রহমত, শরীফ আহমদ মুন্না, রাহুল মিয়াসহ আরও অনেকেই।
স্থানীয়রা জানান, এমন আয়োজন নিয়মিত হলে তরুণরা খেলাধুলার প্রতি আগ্রহী হবে এবং সমাজে স্বাস্থ্যকর সংস্কৃতি গড়ে উঠবে। খেলাকে কেন্দ্র করে ব্যবসায়ী সমাজ ও ব্যাংক কর্মকর্তাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি এলাকাবাসীর কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।