দিরাই প্রতিনিধি ঃ দিরাই শাল্লার সাবেক এমপি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরীর রাজনৈতিক সাহচার্য বিশিষ্ট মাতব্বর, বিশিষ্ট শিক্ষানুরাগী ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য প্রাক্তন মেম্বার আব্দুল মতিন মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন নাছির উদ্দিন চৌধুরী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নাছির উদ্দিন চৌধুরী বলেন আব্দুল মতিন মেম্বার সাহেব আমার রাজনৈতিক সাহচার্য। প্রথম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে একাত্মতা করে গেছেন। তাঁর সাথে আমার রাজনৈতিক অনেক সুখ দুঃখের স্মৃতি রয়েছে। তাঁর মৃত্যুতে আমাদের অনেক ক্ষতি হয়েছে যা বারবার পীড়া দিবে। তাঁর মৃত্যুতে জাতীয়তাবাদী দল, জগদল ইউনিয়নবাসী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীরভাবে শোকাহত। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। উল্লেখ্য জনাব আব্দুল মতিন মেম্বার সাহেবের সুযোগ্য সন্তান সাবেক ইউপি সদস্য এবং বিগত জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারমান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল বাছিত মিয়া তাঁর পিতার মৃত্যুতে দেশ বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন। এদিকে জনাব আব্দুল মতিন মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন দিরাই উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, দিরাই উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক সহ বিভিন্ন অংগসংঘের নেতৃবৃন্দ। তাঁর মৃত্যুর কয়েকদিন পূর্বে নাছির চৌধুরীর পক্ষ থেকে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাঁর সাথে দেখা করেন এবং তাঁর শারিরীক অবস্থার খবর নেন।
ঢাকা
,
শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










জগদল গ্রামের প্রবীন রাজনীতিবিদ আব্দুল মতিন মিয়ার মৃত্যুতে নাছির চৌধুরীর শোক বার্তা
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৮:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- ৬৩৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ