গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোর ৬টায় বাড়ির সীমানাকে কেন্দ্র করে এবং পূর্ব বিরোধের জের ধরে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে রাজনাও গ্রামে ৭০ বছরের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায়। নিহত ব্যক্তির নাম আয়শা বিবি। তিনি উক্ত গ্রামের মৃত জাফর আলী স্ত্রী। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, পূর্ব জের ধরে এবং বাড়ির সীমানা চিহ্নিত করণকে কেন্দ্র করে রাজনাও গ্রামের মৃত জফর আলীর পুত্র ওসমান গণির সাথে একই গ্রামের সফিজ উল্লার পুত্র জামাল উদ্দিন ও তার সঙ্গীয়দের পূর্ব বিরোধ চলে আসছিল বিগত দিন থেকে। বিষয়টি নিয়ে একাধিকাবার সালিশি বৈঠক হলেও অবেশেষে কোন সমাধান আসেনি। অন্যান্য দিনের মতো গত সোমবার রাতে একই বিষয় নিয়ে সালিশ বৈঠক বসে। বৈঠকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে বৈঠক অন্যান্যবারের মতো ভেস্তে যায়। এ ব্যাপারে নিহতের পুত্র উসমান গনি জানান, সোমবার রাতের বৈঠকে কোন সমাধান না হওয়ায় পরদিন সকাল ৬টার সময় আমার মা ঘর থেকে দরজা খুলে বাহিরে বের হলে জামাল উদ্দিন ও তার সঙ্গীয়রা হাতে রামদা নিয়ে মাকে এলোপাতারী কুপাতে থাকে। বিষয়টি টের পেয়ে আমরা চিৎকার করতে থাকি এবং আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসায় অপরাধীরা স্থান ত্যাগ করে। আহত অবস্থায় মাকে এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
উক্ত ঘটনার ব্যপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাবলু বলেন, পূর্ব বিরোধের জের ধরে উক্ত ঘটনা সংঘটিত হয়েছে। আমরা ও গ্রামের অন্যান্যরা চেষ্টা করেছি বিরোধের নিষ্পত্তি করতে কিন্তু হয়নি। দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম বলেন, আমি বিষয়টি জোড়ালো ভাবে পর্যবেক্ষন করছি। আসামীদের ধরার চেষ্টা অব্যাহত আছে।