দেশের বইপ্রেমীদের কাছে মোল্লা জাফর নামে পরিচিত তিনি। নাম মাহমুদুল হাসান জাফর (২৮)। তিনি অনলাইনে এবং অফলাইনে একজন বই বিক্রেতা হিসেবে পরিচিত। কিন্তু গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন মোল্লা জাফর।ফেসবুকে ‘মোল্লার বই.কম’ নামের একটি পেজ চালান তিনি।
যে কারণে সারা দেশের বইপ্রেমীদের কাছে মোল্লা জাফর নামে পরিচিত তিনি। যাত্রাবাড়ীতে তার দোকানের নামও মোল্লার বই.কম।
গত মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তিনি যাত্রাবাড়ীর কুতুবখালীর মাদরাসা মার্কেট থেকে ক্রেতার বই পৌঁছে দেওয়ার জন্য বের হন মাহমুদুল। এরপর তিনি আর বাসায় ফেরেননি এবং কারও সঙ্গে যোগাযোগও করেননি বলে জানিয়েছে পরিবার।
বুধবার (১১ জানুয়ারি) নিখোঁজ মাহমুদুলের বাবা মাওলানা জাফর আহম্মেদ যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, মাহমুদুল স্ত্রী ও দুই সন্তান নিয়ে যাত্রাবাড়ী এলাকাতে থাকতেন। তিন বছর ধরে যাত্রাবাড়ীর কুতুবখালীর মাদরাসা মার্কেটে তার বই বিক্রির ব্যবসা করছেন। পুরান ঢাকার বাংলাবাজার থেকে বই কিনে এনে তিনি নিজের দোকানে বিক্রি করতেন।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, নিখোঁজ বই বিক্রেতা মাহমুদুল হাসানকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার সর্বশেষ অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।