স্ত্রী হত্যার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী মোয়াজ্জেম হোসেন ভূইয়া সুমনকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। বাদীর আইনজীবী প্রদীপ কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত মোয়াজ্জেম হোসেন ভূইয়া সুমন চৌদ্দগ্রাম পৌর এলাকার কমলপুর গ্রামের মৃত শেখ আহাম্মদ ভূইয়ার ছেলে।
আদালত সূত্র জানায়, বিয়ের পর থেকেই মোয়াজ্জেম হোসেন ভূইয়া সুমন ও তার স্ত্রী রোজিনা আক্তার রিয়ার মধ্যে যৌতুকসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি ধারালো ছুরিকাঘাতে রিয়াকে হত্যা করেন সুমন।
এ ঘটনায় নিহতের ছোট বোন শারমিন আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দার করেন। দীর্ঘ ১০ বছর বিচার কার্য পরিচালনার পর বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামির উপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
তবে এ রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোয়াজ্জেম হোসেন ভূইয়া সুমন আগামী সাত দিনের মধ্যে মহামান্য হাইকোর্ট ডিভিশনে আপিল করতে পারবেন।