শাল্লা প্রতিনিধি::-বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিতকরণ,উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ,আত্মকর্মসংস্থান সৃষ্টি গুজব ও অপ্রচার প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে উপজেলার চাকুয়া গ্রামে মহিলা সমাবেশের আয়োজন করেন সুনামগঞ্জ জেলা তথ্য অফিস। ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ১১ টায় চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশটি সম্পন্ন করা হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে এসএমসি সভাপতি কবীন্দ্র কুমার দাশের সভাপতিত্বে জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড: দিপু রঞ্জন দাশ ও বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস রায়। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও ছাত্রছাত্রী বৃন্দ,শাল্লা ডিএসবি অফিসার নেয়ামুল হক,সাংবাদিক পাবেল আহমেদ সহ প্রমূখ।
মহিলা সমাবেশে বক্তারা বলেন বর্তমান সরকার যেভাবে শিক্ষা ক্ষেত্রে,কৃষি ক্ষেত্রে,যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছে তা অতুলনীয়।মহিলাদের উদেশ্যে করে বক্তারা বলেন আপনাদের শিশুদেরকে শিক্ষাক্ষেত্রে আপনারাই অবহিত করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও ক্লাসে মনোযোগী হওয়ার পেছনে মায়েদের ভূমিকা অপরিসীম।