বাজারে এ নতুন সবজি ওঠার অপেক্ষায় থাকেন সজনে ডাটা প্রিয় ভোক্তারা। জেলার বাজারে মৌসুমের নতুন কোনো সবজি এলে তার দাম থাকে তুলনামূলকভাবে একটু বেশি। তবে সজনের ডাটার ক্ষেত্রে তা আকাশচুম্বি বলা যেতে পারে।চলতি মৌসুমে সজিনা ডাটার দামে অতীতের সব রেকর্ড ভেঙেছে। মেহেরপুরের বাজারে চলতি মৌসুমে ওঠা নতুন সবজি সজনে ডাটার দাম চাওয়া হচ্ছে কেজি দরে ৫০০ টাকা।ক্রেতাদের অভিযোগ, যে সজনের ডাটা মাসখানেক পরে কিনতে পাওয়া যাবে ২০ টাকা কেজিতে। অথচ বাজারে নতুন সবজি হওয়ায় তা বিক্রেতারা বিক্রি করছেন ৫০০ টাকা কেজি হিসেবে, যা একপ্রকার আকাশচুম্বি।ব্যবসায়ীরা বলছেন, সজনে ডাটা বতর্মানে একদম নতুন সবজি। তাছাড়া তুলনামূলকভাবে এখনো তেমন মোটাও হয়নি। তাই আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। আগাম সবজি হাওয়ার কারণে এবার সজনের ডাটার দাম একটু বেশি। তবে ২০ থেকে ২৫ দিন পরে দাম কমে যাবে।জেলার বৃহত্তর সবজি বাজার বামন্দী সবজি বাজারে সবজি কিনতে আসা ক্রেতা প্রবাসী ইয়ার আলী বলেন, ‘আমি সাত বছরের বেশি সময় ধরে সৌদি আরব ছিলাম। সপ্তাহখানেক হবে দেশে এসেছি। বামন্দী বাজারে সজনে ডাটা দেখে লোভ সামলাতে পারলাম না। আধা কেজি কিনলাম। দাম নিলো ২৫০ টাকা। অথচ এ সজিনা ডাটা এক সময় দশ টাকা করে কেজি কিনেছি। তারপরও বছরের নতুন সবজি তাই দামটা থেকে স্বাদ নেয়াটাকেই বেশি গুরুত্ব দিচ্ছি।’
ঢাকা
,
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










সজনে ডাটার কেজি ৫০০ সব রেকর্ড ভেঙেছে
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১২:০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- ৬৬৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ