ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সুনামগঞ্জ মেডিকেল কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত Logo সুনামগঞ্জে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দেড়ঘণ্টা সড়ক অবরোধ, পরে সরিয়ে দিল সেনাবাহিনী Logo বিমানবন্দরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এ ছাত্তার Logo শান্তিগঞ্জের আসামমুড়ায় ​ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo কলিম উদ্দিন আহমেদ মিলনের সুস্থতা কামনায় ছাতকের বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল Logo দোয়ারাবাজারে অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেফতার Logo শান্তিগঞ্জে কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন Logo জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার Logo সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক কে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন করে Logo দিরাইয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার

ফেসবুক থেকে টাকা আয়ে লোভনীয় বিনিয়োগের ‘ফাঁদ’

‘নূর’স কিচেন’ নামে একটি ফেইসবুক পাতায় কদিন ধরে ঘুরে বেড়াচ্ছে একটি বিনিয়োগের প্রস্তাব। বলা হচ্ছে, তারা ঢাকার একটি বড় সরকারি হাসপাতালে খাবার সরবরাহের অনুমতি পেয়েছে। কিন্তু বিনিয়োগ প্রয়োজন। আর তার বিপরীতে প্রতি মাসে দেওয়া হবে মুনাফা।সেই পোস্ট দেখে যে কেউ আকৃষ্ট হতে পারেন। সেখানে উত্তরায় করপোরেট অফিসের ঠিকানা, ফোন নম্বর সবই দেওয়া আছে।কিন্তু বাস্তবতা হল, সেই ঠিকানায় আসলে ‘নূর’স কিচেনের কথিত সেই করপোরেট অফিস নেই।বিনিয়োগের বিপরীতে নূর’স কিচেন কত টাকা দেবে, সেটি পোস্টে নেই। তবে সেখানে থাকা নম্বরে যোগাযোগ করলে জানানো হয়, মাসে প্রতি একশ টাকায় ৬ থেকে ৭ টাকা হারে মুনাফা মিলবে।ফেইসবুকেই ঘুরে বেড়াচ্ছে ‘গ্রিন ওভেন’ নামে আরও একটি প্রতিষ্ঠানের এমন ‘লোভনীয় অফার’, যাতে প্রতি মাসে সঞ্চয়পত্রের চেয়ে দ্বিগুণ হারে মুনাফা দেওয়ার কথা বলা হচ্ছে।ফেইসবুক পেইজে এরকম পোস্ট দেখে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা তার একজন সহকর্মীকে ‘নূর’স কিচেনের কথিত সেই করপোরেট অফিসে পাঠান। কিন্তু সেই পুলিশ কর্মকর্তা গিয়ে কিছু খুঁজে পাননি।সেই পোস্টে দেওয়া ফোন নম্বরে কল করার পর যেসব তথ্য তাকে দেওয়া হয়েছে, সেগুলো যাচাই করে কোনো সত্যতা মেলেনি।

‘নূরস কিচেনের’ প্রলোভন ও ভুয়া ঠিকানা

গত ১৮ ফেব্রুয়ারি ‘নূর’স কিচেন’ এর ফেইসবুক পেইজে আসে বিনিয়োগের প্রস্তাবটি। সেখানে লেখা হয়, “ঢাকার প্রথম সারির একটি সরকারি হাসপাতালে খাবার সরবরাহের প্রজেক্টের টেন্ডারে ‘নূর’স কিচেন’ জয়ী হয়ে খাবার সরবরাহের জন্য বিবেচিত হয়েছে। এর জন্য আমাদের প্রয়োজন প্রচুর বিনিয়োগ।বিস্তারিত তথ্যের জন্য মোবাইল ফোন বা হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়। সেই সঙ্গে দেওয়া হয় কথিত ‘করপোরেট অফিসের’ ঠিকানা। সেটা ‘উত্তরা ৩ নম্বর সেক্টরের ১, জসিমউদ্দিন অ্যাভিনিউয়ের লেভেল ফোরে।’এ ‘বিনিয়োগ প্রস্তাব’ পোস্ট করার পরদিন সেই ‘ঠিকানায়’ গিয়ে কথিত ‘করপোরেট’ অফিসের সন্ধান মেলেনি। সেখানে অন্য এক প্রতিষ্ঠান আছে। সেখানকার অভ্যর্থনায় থাকা এক কর্মী উপরের ফ্লোরে খোঁজ নেওয়ার পরামর্শ দেন।পরে লেভেল ফাইভে গিয়ে ‘ওয়ার্ক স্টেশন’ নামে একটি অফিস খুঁজে পাওয়া যায়। সেখানকার এক কর্মীর কাছে ‘নূর’স কিচেন’ এর কথা জানতে চাইলে তিনি বলেন, এ নামে কোনো অফিস এখানে আছে কি না, তা তিনি জানেন না।এরপর সেই পোস্টে থাকা নম্বরে কল করা হলে নারীকণ্ঠে একজন কিছুটা ‘কর্কশ কণ্ঠে’ জানতে চান, ফোন করার কারণ কী?‘করপোরেট অফিস’ যে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কথা জানানোর পর তিনি বলেন, “আমি তো এখন সেখানে নাই।”অন্য কেউ কথা বলতে পারবে কি না, সেই প্রশ্নে বক্তব্য পাল্টে যায় তার। বলেন, “আসলে সেখানে অফিস ছিল কিছুদিন। এখন উত্তরা ১২ নম্বর সেক্টরে।”“১২ নম্বরেই আসব, অফিসের ঠিকানা দেন”- এ কথা বলার পর সেই নারী দেবেন বলে আর দেননি। 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ মেডিকেল কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

ফেসবুক থেকে টাকা আয়ে লোভনীয় বিনিয়োগের ‘ফাঁদ’

আপডেট সময় ০৭:২৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩

‘নূর’স কিচেন’ নামে একটি ফেইসবুক পাতায় কদিন ধরে ঘুরে বেড়াচ্ছে একটি বিনিয়োগের প্রস্তাব। বলা হচ্ছে, তারা ঢাকার একটি বড় সরকারি হাসপাতালে খাবার সরবরাহের অনুমতি পেয়েছে। কিন্তু বিনিয়োগ প্রয়োজন। আর তার বিপরীতে প্রতি মাসে দেওয়া হবে মুনাফা।সেই পোস্ট দেখে যে কেউ আকৃষ্ট হতে পারেন। সেখানে উত্তরায় করপোরেট অফিসের ঠিকানা, ফোন নম্বর সবই দেওয়া আছে।কিন্তু বাস্তবতা হল, সেই ঠিকানায় আসলে ‘নূর’স কিচেনের কথিত সেই করপোরেট অফিস নেই।বিনিয়োগের বিপরীতে নূর’স কিচেন কত টাকা দেবে, সেটি পোস্টে নেই। তবে সেখানে থাকা নম্বরে যোগাযোগ করলে জানানো হয়, মাসে প্রতি একশ টাকায় ৬ থেকে ৭ টাকা হারে মুনাফা মিলবে।ফেইসবুকেই ঘুরে বেড়াচ্ছে ‘গ্রিন ওভেন’ নামে আরও একটি প্রতিষ্ঠানের এমন ‘লোভনীয় অফার’, যাতে প্রতি মাসে সঞ্চয়পত্রের চেয়ে দ্বিগুণ হারে মুনাফা দেওয়ার কথা বলা হচ্ছে।ফেইসবুক পেইজে এরকম পোস্ট দেখে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা তার একজন সহকর্মীকে ‘নূর’স কিচেনের কথিত সেই করপোরেট অফিসে পাঠান। কিন্তু সেই পুলিশ কর্মকর্তা গিয়ে কিছু খুঁজে পাননি।সেই পোস্টে দেওয়া ফোন নম্বরে কল করার পর যেসব তথ্য তাকে দেওয়া হয়েছে, সেগুলো যাচাই করে কোনো সত্যতা মেলেনি।

‘নূরস কিচেনের’ প্রলোভন ও ভুয়া ঠিকানা

গত ১৮ ফেব্রুয়ারি ‘নূর’স কিচেন’ এর ফেইসবুক পেইজে আসে বিনিয়োগের প্রস্তাবটি। সেখানে লেখা হয়, “ঢাকার প্রথম সারির একটি সরকারি হাসপাতালে খাবার সরবরাহের প্রজেক্টের টেন্ডারে ‘নূর’স কিচেন’ জয়ী হয়ে খাবার সরবরাহের জন্য বিবেচিত হয়েছে। এর জন্য আমাদের প্রয়োজন প্রচুর বিনিয়োগ।বিস্তারিত তথ্যের জন্য মোবাইল ফোন বা হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়। সেই সঙ্গে দেওয়া হয় কথিত ‘করপোরেট অফিসের’ ঠিকানা। সেটা ‘উত্তরা ৩ নম্বর সেক্টরের ১, জসিমউদ্দিন অ্যাভিনিউয়ের লেভেল ফোরে।’এ ‘বিনিয়োগ প্রস্তাব’ পোস্ট করার পরদিন সেই ‘ঠিকানায়’ গিয়ে কথিত ‘করপোরেট’ অফিসের সন্ধান মেলেনি। সেখানে অন্য এক প্রতিষ্ঠান আছে। সেখানকার অভ্যর্থনায় থাকা এক কর্মী উপরের ফ্লোরে খোঁজ নেওয়ার পরামর্শ দেন।পরে লেভেল ফাইভে গিয়ে ‘ওয়ার্ক স্টেশন’ নামে একটি অফিস খুঁজে পাওয়া যায়। সেখানকার এক কর্মীর কাছে ‘নূর’স কিচেন’ এর কথা জানতে চাইলে তিনি বলেন, এ নামে কোনো অফিস এখানে আছে কি না, তা তিনি জানেন না।এরপর সেই পোস্টে থাকা নম্বরে কল করা হলে নারীকণ্ঠে একজন কিছুটা ‘কর্কশ কণ্ঠে’ জানতে চান, ফোন করার কারণ কী?‘করপোরেট অফিস’ যে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কথা জানানোর পর তিনি বলেন, “আমি তো এখন সেখানে নাই।”অন্য কেউ কথা বলতে পারবে কি না, সেই প্রশ্নে বক্তব্য পাল্টে যায় তার। বলেন, “আসলে সেখানে অফিস ছিল কিছুদিন। এখন উত্তরা ১২ নম্বর সেক্টরে।”“১২ নম্বরেই আসব, অফিসের ঠিকানা দেন”- এ কথা বলার পর সেই নারী দেবেন বলে আর দেননি।