নিরাপত্তার কথা উল্লেখ করে সোমবার হোয়াইট হাউজের দেওয়া এই নির্দেশে কেন্দ্রীয় সরকারের দেওয়া সব ধরনের ডিভাইস থেকে চীনা মালিকানাধীন এই অ্যাপটি আনইন্সটল করার জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রে সব ধরনের সরকারি ফোন থেকে ভিডিও শেয়ারিং-এর জনপ্রিয় অ্যাপ টিকটক ডিলিট করার জন্য সরকারের সকল চাকুরিজীবীকে নির্দেশ দেওয়ার পর চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে।সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ইউনিয়ন এবং কানাডাও সরকারি ডিভাইসে টিকটককে নিষিদ্ধ করেছে।
চীনের তীব্র বিরোধিতা
ওয়াশিংটনের এই সিদ্ধান্তের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন যে বিদেশি প্রতিষ্ঠানকে দমন করার জন্য তারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করছে।“আমরা এই ভুল সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করি,” মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফিং করার সময় একথা বলেন চীনা মুখপাত্র মাও নিং।তিনি বলেন, “যুক্তরাষ্ট্র সরকারের উচিত বাজার অর্থনীতি এবং ন্যায্য প্রতিযোগিতার নীতিমালাকে সম্মান করা, কোম্পানি দমন বন্ধ করা এবং বিদেশি কোম্পানিগুলো যাতে যুক্তরাষ্ট্রে মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীনভাবে প্রতিযোগিতা করতে পারে তার জন্য পরিবেশ তৈরি করা।”“তরুণ তরুণীদের কাছে জনপ্রিয় টিকটকের মতো একটি অ্যাপকে ভয় পাওয়ার ঘটনা থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্রের মতো সুপারপাওয়ার একটি দেশ তাদের নিজেদের ব্যাপারে কতোটা অনিশ্চিত থাকতে পারে,” বলেন তিনি।