মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা করলে চলবে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।রাষ্ট্রপতি বলেন, ‘মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা করলে চলবে না, মানুষকে সেবা দিতে হবে।’কিশোরগঞ্জের করিমগঞ্জে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিক্যাল কলেজে বুধবার বিকেলে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।সেবার মনোভাব নিয়ে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা করলে চলবে না, মানুষকে সেবা দিতে হবে।’তিনি আরও বলেন, ‘মেডিক্যাল কলেজকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা করেন এ মেডিক্যাল কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে শিক্ষক কর্মচারীসহ সবাই নিরলস প্রচেষ্টা চালাবেন।’অনুষ্ঠানে মেডিক্যাল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খান বক্তব্য রাখেন।মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে কিশোরগঞ্জ সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হন তিনি। সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে শহরের খরমপট্টির নিজ বাসায় রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।এর আগে দুপুরে মিঠামইনের কামালপুরে নির্মাণাধীন আবদুল হামিদ ফাউন্ডেশন পরিদর্শন করেন রাষ্ট্রপতি।২ মার্চ খরমপট্টি নিজ বাসা থেকে দুপুর ৩টায় কিশোরগঞ্জ আইনজীবী সমিতির উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে থেকে বেলা সোয়া ৩টায় আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেল ৪টা ১৫ মিনিটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শন শেষে বিকেল ৫টা ১৭ মিনিটে শহরের খরমপট্টি এলাকায় নিজ বাসায় যাবেন ও সেখানে রাত্রিযাপন করবেন।৩ মার্চ বিকেল ৩টায় শহরের নিজ বাসভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে থেকে বেলা সোয়া ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল সোয়া ৪টার দিকে সার্কিট হাউস থেকে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করবেন।বেলা সাড়ে ৪টায় বিমানবাহিনীর হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন। বিকেল ৫টা ১৭ মিনিটে বঙ্গভবনে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতির।
ঢাকা
,
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










‘মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা করলে চলবে না রাষ্ট্রপতি
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৮:৫০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- ৬৮১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ