পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত নির্বাচনে মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেসের বিজয়কে কলকাতার গণমাধ্যমগুলো নানা আকর্ষণীয় ও চমকপ্রদ শিরোনামে তুলে ধরেছে। এমনকী, আজ সোমবার সকালে পত্রিকার শিরোনাম কী হওয়া উচিৎ, তা নিয়েও নিজস্ব মতামত দিয়েছেন অনেক পাঠক।পশ্চিমবঙ্গে সর্বাধিক প্রচারিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে তার নির্বাচনী জনসভাগুলোতে নিয়ম করে মমতা ব্যানার্জীকে সম্বোধন করতেন ”দিদিইইই, ও দিদিইইই” বলে … যেটাকে তৃণমূল কংগ্রেস পাড়ার বখাটে ছেলেদের টিটকিরির সঙ্গেও তুলনা করেছিল।দলের এমপি মহুয়া মৈত্র বলেছিলেন, প্রধানমন্ত্রীর মুখে এ ধরনের ‘ক্যাট কল’ মানায় না।সেই টিটকিরির জবাব দিয়ে ‘দিদি-ই’ যে আবার রাজ্যের ক্ষমতায় ফিরলেন, আনন্দবাজার সেটাই বোঝাতে চেয়েছে তাদের হেডলাইনে।কলকাতার আরেকটি জনপ্রিয় বাংলা দৈনিক প্রতিদিনের শিরোনাম হল ”মেয়ের কাছেই বাংলা”। সঙ্গে তারা লিখেছে : মমতার হ্যাটট্রিক, বিজেপির স্বপ্নচূর্ণ, বাম-কংগ্রেস নিশ্চিহ্ন।এবারের ভোটে তৃণমূলের স্লোগান ছিল, ”বাংলা নিজের মেয়েকেই চায়”। বিজেপির দলীয় মতাদর্শ ও নেতৃত্বকে তারা ‘বহিরাগত’ বলে তুলে ধরতে চেয়েছিলেন – আর এই শিরোনাম বলে দিচ্ছে বাংলা শেষ পর্যন্ত ‘নিজের মেয়ে’র ওপরেই ভরসা রেখেছে।