মহালিয়া হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগে দুই প্রকল্প সভাপতিকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার দুপুরে মহালিয়া হাওর থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মহালিয়া হাওরের ১৯ নম্বর প্রকল্পের সভাপতি মুশাহিদ মিয়া ও ১৬ নম্বর প্রকল্পের সভাপতি ফজলুল হক।তাহিরপুর উপজেলায় কর্মরত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান সেলিম বলেন, চুক্তি মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান রনি তাদের আটক করে তাহিরপুর থানা হেফাজতে পাঠিয়েছেন।তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগে মহালিয়া হাওরের দুই প্রকল্প সভাপতিকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা
,
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










হাওরে বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগে সভাপতি আটক
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৭:৩৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- ৬৫৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ