ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক কে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন করে Logo দিরাইয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার Logo তুফানে উড়ে গেল ভূমিহীন পরিবারের ঘর,নেই মাথা গোঁজার ঠাঁই Logo দোয়ারাবাজারে ঘিলাতলী ব্রিজে রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি।। দূর্ভোগ চরমে Logo জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা Logo সিলেটে ৪৮ বিজিবি কর্তৃক ২ কোটি ৫৫ লক্ষ টাকার চোরাই পণ্য আটক Logo বিএনপির নেতা-কর্মীদের জুলুম-নিপীড়ন করে ধ্বংস করার প্রক্রিয়া করেছিল —–মিজানুর রহমান চৌধুরী Logo ট্রাইবেকারে জিতে থ্রি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ফাইনালে Logo অপারেশন ডেভিল হান্ট, শান্তিগঞ্জে যুবলীগ নেতা শহিদ মিয়া গ্রেফতার Logo শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ব্যারিষ্টার আনোয়ারের নগদ অর্থ ও কাপড় বিতরণ

সুদানে বিমান হামলায় নিহত ১৭ , ২৫টি বাড়ি ধ্বংস

সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলার ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজনই শিশু। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। ঘনবসতিপূর্ণ ইয়ারমুক জেলায় শনিবারের ওই হামলায় ২৫টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর এক শীর্ষ জেনারেল আধা-সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের বিরুদ্ধে হামলা বাড়ানোর হুমকি দেওয়ার একদিন পরই হামলা চালানো হলো।

ক্ষমতা দ্বন্দ্ব থেকে গত এপ্রিলের মাঝামাঝি সময়ে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। চলতি মাসের প্রথম দিকে আরএসএফ ইয়ারমুকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে। রাজধানীর ওই এলাকায় অস্ত্র তৈরির কারখানা রয়েছে।

শনিবার আরও পরের দিকে যুদ্ধরত দলগুলো যুদ্ধবিরতিতে সম্মত হয়। স্থানীয় সময় রোববার থেকে শুরু হওয়া ৭২ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুপক্ষ। সৌদি ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। তবে এর আগেও যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা লঙ্ঘন করা হয়েছে।

এদিকে দুপক্ষের এই লড়াইয়ে নিহতের সঠিক সংখ্যা জানা সম্ভব হচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে বেসামরিক নাগরিকসহ ১০০০ হাজারের বেশি মানুষ এই সংঘাতে প্রাণ হারিয়েছে।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, প্রায় ২২ লাখ মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। এছাড়া আরও প্রায় ৫০ হাজারের বেশি মানুষ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।

লোকজন যেন নিরাপদে পালাতে পারেন সেজন্য বেশ কয়েকটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। কিন্তু যুদ্ধবিরতির মধ্যে সংঘাত চলছেই।

আরএসএফের মতে, মেয়ো, ইয়ারমুক এবং ম্যান্ডেলা এলাকায় বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।

সংঘাত শুরুর হওয়ার পর থেকে হাজার হাজার বেসামরিক মানুষ সীমান্ত পেরিয়ে প্রতিবেশী চাদে পালিয়ে গেছে। সেখানে অতিরিক্ত চাপ সামলাতে হিমসিম খাচ্ছেন বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা।

 

ডেস্ক রিপোর্ট :

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক কে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন করে

সুদানে বিমান হামলায় নিহত ১৭ , ২৫টি বাড়ি ধ্বংস

আপডেট সময় ১২:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলার ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজনই শিশু। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। ঘনবসতিপূর্ণ ইয়ারমুক জেলায় শনিবারের ওই হামলায় ২৫টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর এক শীর্ষ জেনারেল আধা-সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের বিরুদ্ধে হামলা বাড়ানোর হুমকি দেওয়ার একদিন পরই হামলা চালানো হলো।

ক্ষমতা দ্বন্দ্ব থেকে গত এপ্রিলের মাঝামাঝি সময়ে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। চলতি মাসের প্রথম দিকে আরএসএফ ইয়ারমুকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে। রাজধানীর ওই এলাকায় অস্ত্র তৈরির কারখানা রয়েছে।

শনিবার আরও পরের দিকে যুদ্ধরত দলগুলো যুদ্ধবিরতিতে সম্মত হয়। স্থানীয় সময় রোববার থেকে শুরু হওয়া ৭২ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুপক্ষ। সৌদি ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। তবে এর আগেও যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা লঙ্ঘন করা হয়েছে।

এদিকে দুপক্ষের এই লড়াইয়ে নিহতের সঠিক সংখ্যা জানা সম্ভব হচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে বেসামরিক নাগরিকসহ ১০০০ হাজারের বেশি মানুষ এই সংঘাতে প্রাণ হারিয়েছে।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, প্রায় ২২ লাখ মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। এছাড়া আরও প্রায় ৫০ হাজারের বেশি মানুষ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।

লোকজন যেন নিরাপদে পালাতে পারেন সেজন্য বেশ কয়েকটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। কিন্তু যুদ্ধবিরতির মধ্যে সংঘাত চলছেই।

আরএসএফের মতে, মেয়ো, ইয়ারমুক এবং ম্যান্ডেলা এলাকায় বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।

সংঘাত শুরুর হওয়ার পর থেকে হাজার হাজার বেসামরিক মানুষ সীমান্ত পেরিয়ে প্রতিবেশী চাদে পালিয়ে গেছে। সেখানে অতিরিক্ত চাপ সামলাতে হিমসিম খাচ্ছেন বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা।

 

ডেস্ক রিপোর্ট :