(৭ অক্টোবর ২০২৩) ঢাকা রিপোর্টারর্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক ভোরের আকাশের ডেপুটি চিফ রিপোর্টার বৃহত্তর সিলেটের কৃতিসন্তান সাংবাদিক রুদ্র মিজান (এম আর মিজান) কে হুমকির ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ‘সিলেট সাংবাদিক মঞ্চ’র বিভাগীয় কমিটির সাংবাদিক নেতারা।
এ ব্যাপারে রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন রুদ্র মিজান (জিডি নং ৩৬০)
গতকাল শনিবার এক বিবৃতিতে ‘সিলেট সাংবাদিক মঞ্চ’র নেতৃবৃন্দ বলেন- একজন পেশাদার সাংবাদিককে এমন হুমকি প্রদান মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। অবিলম্বে হুমকি দাতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। বিবৃতি দাতারা হলেন-সিলেট সাংবাদিক মঞ্চ’র প্রতিষ্ঠাতা ও বিভাগীয় কমিটির সভাপতি সজিব রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক তুষার চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এম আবুল হোসেন শরীফ, সহ-সভাপতি
রেবেকা জাহান রুজি, তৌহিদ চৌধুরী প্রদীপ, আব্দুস সালাম, সরদার শাহরিয়ার হাসান, সৈদুর রহমান তালুকদার, জনি হাসান, আলী আহসান হাবীব, এম রহমান, শেখ মোহাম্মদ আল আমিন, রুনা সুলতানা, যুগ্ম-সাধারণ সম্পাদক রাধে মল্লিক তপন, শামছুর রহমান জাবেদ, মো. বদরুজ্জামান বদরুল, এহিয়া আহমদ লিটন, নাঈম তালুকদার, বাদল কৃষ্ণ দাস, মিতালী রানী দাস, সৈয়দ শাহরিয়ার মিটু, গোলাম জিলানী, রাকিব আহমদ, এস বি রাহাত, শাহাবুদ্দিন আহমেদ, জাকারিয়া আহমেদ, মোশাররফ হোসেন, ফারজানা আক্তার, তাছলিমা আক্তার নদী, সহ-সাধারণ সম্পাদক ইফতিয়াজ সুমন, সুমন রহমান, সঞ্জয় রায় শিপলু, ইলিয়াছ আহমদ, আবু সাঈদ তালুকদার, মামুন চৌধুরী, আনিসুর রহমান খান আকাশ, ইসতিয়াজ জনি, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক দেবু রায় প্রমুখ।