একটি অবাধ সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন দিরাই শাল্লার ইউকে প্রবাসীদের উপহার দিতে আমরা বদ্ধপরিকর-
প্রফেসর উমর ফারুক।
গত ২৮শে এপ্রিল রবিবার সাধারণ সদস্য ফর্ম জমা দিয়ে ভোটার হয়েছেন, ইউকে অবস্থান রত দিরাই শাল্লার প্রায় দের হাজার প্রবাসী।
এতে সংগঠনের ফান্ড অনেক শক্তিশালী ও সুসংহত হয়েছে।
আশাকরা হচ্ছে, সবার অংশগ্রহণে ও মনোনয়ন জমা দানের ফি সহ নির্বাচন শেষে কোটি টাকা তহবিল গঠন করতে যাচ্ছে দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।
২০১১ইং সনে ঘটিত হয় সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে ।
বিগত দিনে দক্ষ নেতৃত্ব ও কার্যকরী পরিষদ এর কর্ম ভিত্তিক প্রকল্প, আধুনিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে পদক্ষেপ, এবং আর্তসামাজিক কর্ম কান্ড মানুষের মাঝে এমনই সারা ফেলেছে, যা অত্র এলাকা তথা সিলেট বিভাগের সামাজিক সংগঠক ও মানবিক কর্মীদের সুদৃষ্টিতে চলে আসে।
ভবিষ্যতে এই সংগঠনের কাজ চিরস্বরনীয় করে রাখতে শুভাকাঙ্খী , শিক্ষিত, মেধাবী, বিত্তবানদের অন্তর্ভুক্তি,এবং দিক নির্দেশনা সময়ের দাবীতে পরিনত হয়েছে।
তাই ১৯ শে মে রবিবার সারাদিন ভোটার, শুভাকাঙ্খী ও পরিচিত বন্ধুমহল সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর উমর ফারুক, নির্বাচন কমিশনের সদস্য জনাব আব্দুল লতিফ জেপি , আব্দুল মনাফ, ডক্টর সামছুল হক চৌধুরী,সংগঠনের সভাপতি খালেদ রেজা খাঁন।