স্টাফ রিপোর্টার:
হাসপাতালে সন্তান প্রসাব করান, মা ও নবজাতকের জীবন বাচান, এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ২৯ মে ২০২৪ ইং তারিখে প্রতি বছরের ন্যায় এসএমসি ও ইউএসআইডি এর আর্থিক সহায়তায় বেসরকারি সংস্থা সীমান্তিক কতৃক বিশ্বম্ভরপুর উপজেলায় দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলার দিঘীরপার গ্রামে এক আলোচনা সভা ও গর্ভবতী মা চেক আপ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্যারামেডিক রুজিনা বেগমের সঞ্চালনায় মেডিকেল অফিসার ফারজানা রশীদ তামান্না, গাইনী ও প্রসুতি বিশেষজ্ঞ, জনাব জাহাঙ্গীর আলম,জেলা টিম লিডার এবং জনাব মিছবাহুর রহমান মিছবাহ উপজেলা সুপারভাইজার বক্তব্য পেশ করেন। বক্তারা আলোচনা সভায় গর্ভবতী মা ও নবজাতকের যত্ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে গর্ভবতী মাকে চারবার ANC চেকআপ প্রাতিষ্ঠানিক ডেলিভারি ও গর্ভকালীন সময়ে ভিটামিন, খনিজ ও পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ নিয়ে আলোচনা করেন। আরো উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা কমিউনিটি মোবিলাইজার সুপ্রিয়া দেবরায়,গোল্ড স্টার মেম্বার পারভীন বেগম,এবং এলাকার অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পরিশেষে ডাঃফারজানা রশীদ তামান্না উপস্থিত ১৫ জন গর্ভবতী মা কে ANC চেকআপ প্রদান করেন।