সময়ের সাথে ধীরে ধীরে সবকিছু পাল্টাতে থাকে। এবারের বিশ্বকাপের স্পটলাইট লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজ, নেইমারদের দিকে ছিল। কিন্তু সবাইকে ছাপিয়ে যেন নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন কিলিয়ান এমবাপে।
ফ্রেঞ্চ তারকা বিশ্বকাপে ৫ গোল করে এরইমধ্যে গোল্ডেন বুটের দৌড়ে অনেকটা এগিয়ে। তবে তিনি লক্ষ্য থেকে এতটুকু পিছপা হননি। পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে এমবাপে জানালেন, তিনি বিশ্বকাপ জিততে এখানে এসেছেন। গোল্ডেন বুট জিততে না।
দুই বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে এরইমধ্যে ৯ গোল করে ফেলেছেন এমবাপে। যা রীতিমতো বিস্ময় জাগাচ্ছে সবার মনে।
এমবাপে বলেন, ‘আমার প্রধান লক্ষ্যই হলো- বিশ্বকাপ জেতা। এখন পরবর্তী ম্যাচ কোয়ার্টার ফাইনাল, যা বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ।’
বিশ্বকাপে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এখনো এগিয়ে এমবাপে। তবে পা মাটিতেই রাখছেন তিনি। পিএসজির
এ তারকা বলেন, ‘আমি এখানে গোল্ডেন বুট নয়, বিশ্বকাপ জিততে এসেছি। আমি যদি বুট জিতি, তাহলে অবশ্যই খুশি হবো। কিন্তু আমি এখানে ওটার জন্য আসিনি। আমি জাতীয় দলকে সাহায্য করতে এসেছি।’