শাল্লা প্রতিনিধিঃঃ-শাল্লা ভূমি অফিসের সাবেক সার্ভেয়ার মোঃ আবুল খায়েরের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্নসাতের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় সে শাল্লা থাকাকালীন সময়ে সাধারণ মানুষের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই করে দেননি এই দূর্নীতিবাজ এই সার্ভেয়ার। নামজারী ও ভূমি বন্দোবস্ত দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে শাল্লা থেকে ভৈরব ভূমি অফিসে বদলী হয়ে যান।
তবে নামজারী ও ভূমি বন্দোবস্তের জন্য যারা টাকা দিয়েছেন তারা আর কোন সুরাহা পাননি। অভিযোগ সূত্রে জানা যায় মনি রাণী দাশ,সাং রামপুর,রন্টু সরকার সাং হবিবপুর,মানিক চন্দ্র দাশ হবিবপুর,শশধর দাস আনন্দপুর,বাবুল দাস ডুমরা ব্যক্তিগণের নিকট হতে মোট ১ লক্ষ টাকা ও চন্দ্র সেন দাস দাউদ পর তার কাছ থেকে নগদ আরো ৫০ হাজার টাকা প্রতারণা করে সুকৌশলে হাতিয়ে নিয়ে শাল্লা থেকে বদলী হয়ে যায়। এলাকাবাসী সূত্রে জানা যায় শুধু অভিযোগকারী ব্যক্তিরাই নয় শাল্লায় এরকম অর্ধশতাধিক ভুক্তভোগী রয়েছে যাদের কাছ থেকে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন লোভী,প্রতারক এই আবুল খায়ের। এমতাবস্থায় নিরুপায় হয়ে জেলা প্রশাসক কিশোরগঞ্জ বরাবর অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সার্ভেয়ার মোঃ আবুল খায়েরকে এই ০১৮৯১৫৪৮৪১০ নাম্বারে একাধিকবার ফোন করা হলেও ফোনটি খেটে দেন তিনি।