পূর্ব-বিরোধের আক্রোশে সুনামগঞ্জের দিরাইয়ে রাজানগর ইউনিয়নের ধলুয়া গ্রামে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে গতকাল সকাল ১০টার দিকে। উক্ত সংঘর্ষের ঘটনায় শিশু ও নারীসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা যায়। উক্ত গ্রামের তৈয়ব আলী ও আব্দুর রুপের গ্রুপের মধ্যে এই সঘর্ষের সৃষ্টি হয়। রক্তক্ষয়ী এই সংঘর্ষে গুরুত্বর আহত গ্রামের কিতাব আলী, কাসেম আলী, আফাজ উদ্দিন, রিনা বেগম, শহীদুল ইসলাম, জহুরা বেগম ও আব্দুল মালেকের অবস্থার অবনতি হলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে স্থানান্তর করা হয়। অন্যান্য আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত চিকিৎসা নিচ্ছেন। উল্লেখ্য যে, গত ৮ই জুলাই টর্চ এর চোখে আলো পড়ায় উক্ত বিষয়টিকে কেন্দ্র করে তৈয়ব আলী ও আব্দুর রুপের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়। ঐ সংঘর্ষের ফলে তৈয়ব আলী গ্রুপের আশিক মিয়া নামের এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। পরবর্তীতে তৈয়ব আলী বাদী হয়ে দিরাই থানায় ১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা রুজু করেন। জানা যায় ওই ঘটনার প্রেক্ষিতেই গতকাল আব্দুর রুপ ও তার দলবল নিয়ে তৈয়ব আলী ও তার সঙ্গীয়দের বাড়ি ঘরে হামলা চালায়। হামলার এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম বলেন, ঘটনার খবর পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।