ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জের গনিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল Logo শান্তিগঞ্জের আসামমুড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo শান্তিগঞ্জে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান Logo সুনামগঞ্জে নবনিযুক্ত দিরাই ও ছাতক সার্কেল কর্মকর্তার যোগদান Logo জগন্নাথপুর রক্তদান সংস্থা’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত Logo ধর্মপাশায় অটোরিকশার ধাক্কায় ৪ বছরের এক শিশুর মৃত্যু Logo টিআরসি নিয়োগকে ঘিরে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত Logo ছাতকের কামারগাঁও বাজারে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ Logo ছাতকে থানা পুলিশের অভিযানে রাজনৈতিক ও সিআর মামলায় গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ বাংলাদেশ: সতর্কতা ও প্রস্তুতির প্রয়োজন – ইমরান হোসেন হিমু

আর্জেন্টিনায় বিশ্বকাপের আনন্দ উদযাপনে জাতীয় ছুটি ঘোষণা

ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর তৃতীয় বারের মতো বিশ্বকাপ জিতেছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। কাতারের বিশ্বকাপের ফাইনালে জয়ের মাধ্যমে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব পায় দেশটি। আর এরপরই বিশ্বকাপ জয় উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স ও ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইসপিএন।

প্রতিবেদনগুলোতে বলা হয়, মঙ্গলবার আর্জেন্টিনার জাতীয় দল রাজধানী বুয়েনস আইরেসের ওবেলিস্কে বিশ্বকাপ জয় উদযাপন করবে। আর এ উপলক্ষে এদিন আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে সব শ্রেনি-পেশার মানুষ এ আনন্দ উদযাপনে অংশ নিতে পারেন।

ক্রীড়া বিষয়ক নানা অর্জনের পর আনন্দ উদযাপনের জন্য ঐতিহ্যবাহী একটি স্থান বুয়েনস আইরেসের এ স্মৃতিস্তম্ভটি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ জয়ের আনন্দ ভাগ করে নিতে বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্যরা মঙ্গলবার দুপুরে রাজধানী বুয়েনস আইরেসের ওবেলিস্কের উদ্দেশ্যে রওনা দেবে।

এর আগে মঙ্গলবার ভোরে রাষ্ট্রীয় বিমান সংস্থার ফ্লাইটে দেশে পৌঁছাবে তারা ও বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত ফেডারেশনের প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান করবেন।

এরই মধ্যে আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও সদস্যরা দেশে পৌঁছেছেন। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া তার টুইটার অ্যাকাউন্টে লেখেছেন, আর্জেন্টিনা, আমরা এসে গেছি।

এর আগে রোববার (১৮ ডিসেম্বর), ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসির নেতৃত্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে পরাজিত করে তৃতীয় বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা। এর পরপরই রাজধানী বুয়েনস আইরেসের রাস্তায় উল্লাসে মেতে ওঠেন হাজার হাজার আর্জেন্টাইন নাগরিক।

ফ্রান্সের বিপক্ষে রোববারের নাটকীয় বিশ্বকাপ ফাইনালে প্রথমার্ধে ২-০ তে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শেষের দিকে দুই মিনিটে দুটি গোল খেয়ে বসে আর্জেন্টিনা। পরে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মেসির পা থেকে গোল এলেও, পরে পেনাল্টিতে সমতা আনেন আরেক দুর্দান্ত ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপে।

তবে শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় মেসির দল। এর মাধ্যমে ১৯৭৮ ও ১৯৮৬ সালের পর তৃতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা

অনেকেই কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচটিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল বলে আখ্যা দিয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জের গনিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল

আর্জেন্টিনায় বিশ্বকাপের আনন্দ উদযাপনে জাতীয় ছুটি ঘোষণা

আপডেট সময় ০২:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর তৃতীয় বারের মতো বিশ্বকাপ জিতেছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। কাতারের বিশ্বকাপের ফাইনালে জয়ের মাধ্যমে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব পায় দেশটি। আর এরপরই বিশ্বকাপ জয় উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স ও ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইসপিএন।

প্রতিবেদনগুলোতে বলা হয়, মঙ্গলবার আর্জেন্টিনার জাতীয় দল রাজধানী বুয়েনস আইরেসের ওবেলিস্কে বিশ্বকাপ জয় উদযাপন করবে। আর এ উপলক্ষে এদিন আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে সব শ্রেনি-পেশার মানুষ এ আনন্দ উদযাপনে অংশ নিতে পারেন।

ক্রীড়া বিষয়ক নানা অর্জনের পর আনন্দ উদযাপনের জন্য ঐতিহ্যবাহী একটি স্থান বুয়েনস আইরেসের এ স্মৃতিস্তম্ভটি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ জয়ের আনন্দ ভাগ করে নিতে বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্যরা মঙ্গলবার দুপুরে রাজধানী বুয়েনস আইরেসের ওবেলিস্কের উদ্দেশ্যে রওনা দেবে।

এর আগে মঙ্গলবার ভোরে রাষ্ট্রীয় বিমান সংস্থার ফ্লাইটে দেশে পৌঁছাবে তারা ও বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত ফেডারেশনের প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান করবেন।

এরই মধ্যে আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও সদস্যরা দেশে পৌঁছেছেন। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া তার টুইটার অ্যাকাউন্টে লেখেছেন, আর্জেন্টিনা, আমরা এসে গেছি।

এর আগে রোববার (১৮ ডিসেম্বর), ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসির নেতৃত্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে পরাজিত করে তৃতীয় বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা। এর পরপরই রাজধানী বুয়েনস আইরেসের রাস্তায় উল্লাসে মেতে ওঠেন হাজার হাজার আর্জেন্টাইন নাগরিক।

ফ্রান্সের বিপক্ষে রোববারের নাটকীয় বিশ্বকাপ ফাইনালে প্রথমার্ধে ২-০ তে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শেষের দিকে দুই মিনিটে দুটি গোল খেয়ে বসে আর্জেন্টিনা। পরে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মেসির পা থেকে গোল এলেও, পরে পেনাল্টিতে সমতা আনেন আরেক দুর্দান্ত ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপে।

তবে শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় মেসির দল। এর মাধ্যমে ১৯৭৮ ও ১৯৮৬ সালের পর তৃতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা

অনেকেই কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচটিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল বলে আখ্যা দিয়েছেন।