আনোয়ার হোসেনঃ বিপিএল BPL ২০২৩ নবম আসর শুরু হয়েছে এবার, সম্প্রতি এই আসরে টানটান উত্তেজনা নিয়ে পরপর পাঁচ পাঁচটি ম্যাচ খেলে ধারাবাহিক জয়ের খেতাব ধরে রেখেছে সিলেট স্টাইকার্স। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে ৫ম ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ৫উইকেটে হারিয়ে এগিয়ে যাচ্ছে সিলেট স্টাইকার্স, বিপিএল-টি২০ তুমুল উত্তেজনার এই খেলায় মাশরাফি বিন মুর্তজার অধিনায়কতায় এবার চ্যাম্পিয়নশিপের আশা ব্যক্ত করছেন সিলেট স্টাইকার্স এর অগণিত সমর্থকরা।
ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানাধীন এবারের
সিলেট স্টাইকার্স স্কোয়াড ২০২৩ / বিপিএল ২০২৩
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফুল্লাহ, মোহাম্মদ শামসুর রহমান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), কলিন অ্যাকারম্যান (দক্ষিণ আফ্রিকা), টম মুরস (যুক্তরাজ্য), শফিকুল্লাহ গাফারি (আফগানিস্তান), ও গুলবদিন নাইব (আফগানিস্তান), উক্ত দলের কোচের দায়িত্বে আছেন সিলেটের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ।