ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo জগন্নাথপুর রক্তদান সংস্থা’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত Logo ধর্মপাশায় অটোরিকশার ধাক্কায় ৪ বছরের এক শিশুর মৃত্যু Logo টিআরসি নিয়োগকে ঘিরে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত Logo ছাতকের কামারগাঁও বাজারে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ Logo ছাতকে থানা পুলিশের অভিযানে রাজনৈতিক ও সিআর মামলায় গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ বাংলাদেশ: সতর্কতা ও প্রস্তুতির প্রয়োজন – ইমরান হোসেন হিমু Logo শান্তিগঞ্জে যুক্তরাজ্য বিএনপি’র অন্যতম সহ-সভাপতি এম,এ ছাত্তারের পক্ষে গণসংযোগ Logo অপারেশন ডেভিল হান্ট, শান্তিগঞ্জে আ.লীগের উপদেষ্টা ছোয়াব আলী গ্রেফতার Logo শান্তিগঞ্জে জমি সংক্রান্ত জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ Logo শান্তিগঞ্জে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু-ঝুলন্ত লাশ উদ্ধার

কঙ্গোতে গণকবরে মিলল ছয় শিশুসহ ৪৯ মরদেহ

Janvier Karairi (R), 60, self-proclaimed Lieutenant-General of the Alliance of Patriots for a Free and Sovereign Congo (APCLS) militia, patrols near Kitshanga in the east of the Democratic Republic of Congo on December 11, 2022. (Photo by Guerchom Ndebo / AFP)

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর বুনিয়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পূর্বে উত্তর-পূর্ব ইতুরি প্রদেশের দুটি গ্রামে এক গণকবর থেকে শিশুসহ ৪৯ জনের মরদেহ উদ্ধার করেছে শান্তিরক্ষীরা। নিহতরা মিলিশিয়ার সঙ্গে চরমপন্থি গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষের শিকার বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। খবরে বলা হয়েছে, কঙ্গোয় শান্তিরক্ষীরা একটি স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালায়। ধারাবাহিক এ হামলার পর ৪৯ বেসামরিকের মরদেহ পাওয়া যায়।

নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, কঙ্গোর বুনিয়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পূর্বে উত্তর-পূর্ব ইতুরি প্রদেশের দুটি গ্রামে থাকা গণকবরে মরদেহগুলো পাওয়া যায়। অঞ্চলটি উগান্ডার সীমান্তের কাছে।

গত সপ্তাহের শেষ দিকে বেসামরিক নাগরিকদের ওপর কোডেকো মিলিশিয়াদের হামলার খবর পাওয়া যায়। এর পরপরই শান্তিরক্ষীরা ওই এলাকায় টহল শুরু করে বলেও জানান তিনি। ওই হামলায় নিহতের ঘটনাটি ঘটে কিনা, সে সূত্র খুঁজে বের করা হচ্ছে বলেও উল্লেখ করেন ফারহান হক।

ইতুরি প্রদেশের নিয়ামাম্বা গ্রামে একটি গণকবরে ছয় শিশুসহ ৪২ জনের মরদেহ পাওয়া যায়। পাশের এমবোগি গ্রামে মেলে সাতজনের মৃতদেহ।

ফারহান হক কো-অপারেটিভ ফর দ্য ডেভলপমেন্ট অব কঙ্গো নামে একটি সশস্ত্র গোষ্ঠীর নাম উল্লেখ করে বলেন, বেসামরিক মানুষের ওপর হামলার জন্য গোষ্ঠীটি জড়িত থাকতে পারে। এ ঘটনায় তদন্তের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। মনুজকো নামে পরিচিত জাতিসংঘের আঞ্চলিক শান্তিরক্ষা মিশন তদন্তের জন্য কঙ্গোলিজ বিচার ব্যবস্থাকে সহায়তা করছে। অপরাধীদের বিচারের আওতায় আনতেও আহ্বান জানিয়েছে মনুজকো।

উল্লেখ্য, সম্প্রতি বেশ কয়েকজন নারী অপহৃত হয়েছে কঙ্গোয়। এ ছাড়া বেশ কয়েক মাস ধরে দেশটিতে সংঘর্ষও বেড়েছে। গত দেড় মাসে নিহত হয়েছেন ১৯৫ জন।

 

 

 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুর রক্তদান সংস্থা’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কঙ্গোতে গণকবরে মিলল ছয় শিশুসহ ৪৯ মরদেহ

আপডেট সময় ০৫:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর বুনিয়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পূর্বে উত্তর-পূর্ব ইতুরি প্রদেশের দুটি গ্রামে এক গণকবর থেকে শিশুসহ ৪৯ জনের মরদেহ উদ্ধার করেছে শান্তিরক্ষীরা। নিহতরা মিলিশিয়ার সঙ্গে চরমপন্থি গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষের শিকার বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। খবরে বলা হয়েছে, কঙ্গোয় শান্তিরক্ষীরা একটি স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালায়। ধারাবাহিক এ হামলার পর ৪৯ বেসামরিকের মরদেহ পাওয়া যায়।

নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, কঙ্গোর বুনিয়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পূর্বে উত্তর-পূর্ব ইতুরি প্রদেশের দুটি গ্রামে থাকা গণকবরে মরদেহগুলো পাওয়া যায়। অঞ্চলটি উগান্ডার সীমান্তের কাছে।

গত সপ্তাহের শেষ দিকে বেসামরিক নাগরিকদের ওপর কোডেকো মিলিশিয়াদের হামলার খবর পাওয়া যায়। এর পরপরই শান্তিরক্ষীরা ওই এলাকায় টহল শুরু করে বলেও জানান তিনি। ওই হামলায় নিহতের ঘটনাটি ঘটে কিনা, সে সূত্র খুঁজে বের করা হচ্ছে বলেও উল্লেখ করেন ফারহান হক।

ইতুরি প্রদেশের নিয়ামাম্বা গ্রামে একটি গণকবরে ছয় শিশুসহ ৪২ জনের মরদেহ পাওয়া যায়। পাশের এমবোগি গ্রামে মেলে সাতজনের মৃতদেহ।

ফারহান হক কো-অপারেটিভ ফর দ্য ডেভলপমেন্ট অব কঙ্গো নামে একটি সশস্ত্র গোষ্ঠীর নাম উল্লেখ করে বলেন, বেসামরিক মানুষের ওপর হামলার জন্য গোষ্ঠীটি জড়িত থাকতে পারে। এ ঘটনায় তদন্তের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। মনুজকো নামে পরিচিত জাতিসংঘের আঞ্চলিক শান্তিরক্ষা মিশন তদন্তের জন্য কঙ্গোলিজ বিচার ব্যবস্থাকে সহায়তা করছে। অপরাধীদের বিচারের আওতায় আনতেও আহ্বান জানিয়েছে মনুজকো।

উল্লেখ্য, সম্প্রতি বেশ কয়েকজন নারী অপহৃত হয়েছে কঙ্গোয়। এ ছাড়া বেশ কয়েক মাস ধরে দেশটিতে সংঘর্ষও বেড়েছে। গত দেড় মাসে নিহত হয়েছেন ১৯৫ জন।