নিউইয়র্কে জর্জিয়া অঙ্গরাজ্যের প্রথম বাংলাদেশি মুসলিম সিনেটর শেখ রহমানকে সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে সাবেক মার্কিন কংগ্রেসম্যান, স্থানীয় সিনেটরসহ বিশিষ্ট রাজনীতিক, ব্যবসায়ী ও কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করছে মজুমদার ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি প্রতিবছর সেপ্টেম্বরে স্কুলে যাওয়ার আগে কমপক্ষে এক হাজার ছাত্রছাত্রীদের মাঝে খাদ্য, খেলনাসহ শিক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলে দিয়েছে। শিক্ষার প্রসার ছাড়াও গেলো বছর বর্ণবাদী অপরাধ বন্ধে ৬১টি প্রতিবাদ সভার আয়োজন করে।
এছাড়াও নতুন অভিবাসীদের জন্য হাউজিং আবেদনসহ সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়ে বিনামূল্যে সেবা দিয়ে আসছে মজুমদার ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি তাদের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিদের সংবর্ধনা জানায়।