স্টাফ রিপোর্টার।
আমরা দিরাই উপজেলার ২ নং ভাটিপাড়া ইউনিয়নের শান্তি প্রিয় আলিম উলামা ও ধর্ম প্রান মুসলমান। আমরা অবগত হলাম স্বাধীনতার মাসে ১০ ই মার্চ মোতাবেক ২৫ ফাল্গুন ১৪২৯ বাংলা রোজ শুক্রবার দিবারাত্রি ইসলামপুর গ্রামের আছকির আলী ভূয়া মাজার সাজিয়ে উরুসের নামে যুবক যুবতী একত্রিত হয়ে অশ্লীল নাচ গান জোয়া মদ গাজার আসর বসিয়ে এলাকার সর্বস্হরের মানুষের চরিত্র বিনষ্ট করার পায়তারায় লিপ্ত। এছাড়া দেহ প্রদর্শনী দ্বারা যুবক ছেলেদের চরিত্র নষ্ট করার ও তৌহিদী জনতার ঈমান আক্বিদা হরন করার অপতৎপরতায় লিপ্ত। এতে সর্বস্তরের মুসলমান ক্ষোভে উত্তাল, যে কোন সময় পরিস্হিতি উত্তপ্ত হয়ে পরিস্থিতি র অবনতি এমন কি ভয়ংকর অবস্থার সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে আজ৬/৩/২৩ ইংরেজি ভাটিপাড়া ইউনিয়ন ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি ও এলাকা বাসীর পক্ষ থেকে দিরাই উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ দিরাই থানা ও ২ নং ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ও যুব সমাজের অবক্ষয় রোধে এই উরুস কে চিরতরে বন্ধের দাবি করেন এলাকাবাসী। ইতি পূর্বে ও এই উরুস কে ঘিরে আন্দোলন থেকে আসার পথে আছকির আলী গং সন্ত্রাসী রা তৌহিদী জনতা র উপর আক্রমণ করে অনেক কে আহত করে।
তাই পরিস্থিতি মোকাবেলায় উরুস বন্ধে কার্যকর ভূমিকা পালন করতে প্রশাসন সহ সকলের কাছে জোর দাবি জানাচ্ছি, একই দিনে একই মাঠে উরুস ও ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির ডাকে গন অবস্হান ও দোয়া মাহফিল চলবে ফজর পর্যন্ত।
ঢাকা
,
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










দিরাইয়ের ভাটিপাড়া ইউনিয়ন ইসলাম পুর উরুস কে ঘিরে উত্তেজনা
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৯:১৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- ৭৩৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ