রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে নির্মাণাধীন বিদ্যুতের টাওয়ারে কাজ করার সময় ভেঙে পড়ে। এতে মো. আমিন (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও একজন।রবিবার (২৬ মার্চ) বিকালে মাতুয়াইলে মৃধাবাড়ী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা প্রজেক্ট-এর পূর্ব-উত্তর কর্নারে রাস্তার পাশে ঘটনাটি ঘটে। নির্মাণাধীন বিদ্যুতের টাওয়ার ভেঙে উপর থেকে মাটির উপর পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা জেনারেল হাসপাতাল, সেখান থেকে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক আমিনকে মৃত ঘোষণা করেন। মো. আব্দুল্লাহ শেখ ফেলু (২৩) আরেক শ্রমিককে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছেন।’কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহ ও আমেনার ছেলে আমিন।
ঢাকা
,
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










মাতুয়াইলে নির্মাণাধীন বিদ্যুৎ টাওয়ার ভেঙে পড়ে শ্রমিক নিহত
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১১:৩৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- ৬৩৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ