ভারতের মহরাষ্ট্রে খোলা জায়গায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হিট স্ট্রোকে মারা গেছেন ১১ জন। অসুস্থ হয়ে আরও ৫০ জন হাসপাতালে ভর্তি। বিষিয়টি নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিস।
মহারাষ্ট্র সরকার আয়োজিত মহারাষ্ট্র ভূষণ পদক বিতরণের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিসও উপস্থিত ছিলেন। সেখানে সমাজ সংস্কারক আপ্পাসাহেব ধর্মাধিকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।রবিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টা ৩০ এ প্রচণ্ড রোদের মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠান শুরু হয়। শেষ হয় দুপুর ১টা নাগাদ। দর্শকদের বসার জায়গা থাকলেও কোনও ছাউনি ছিল না। এদিন ওই এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে চড়া রোদে দীর্ঘক্ষণ বসে থাকায় একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন।এ ঘটনাকে দুঃখজনক অ্যাখা দিয়ে নিহতদের পরিবারকে ৫ লাখ রূপি ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী সিন্ধে। অসুস্থদের চিকিৎসা সংক্রান্ত ব্যয় বহনেরও আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।