বেশ কয়েকটি পশ্চিমা দেশের ইউক্রেনীয় শস্যে নিষেধাজ্ঞাকে ‘ধ্বংসাত্মক’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিষয়টি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গে আলোচনা করেছেন তিনি। শুক্রবার (২৮ এপ্রিল) আলোচনার বিষয়টি জানান প্রেসিডেন্ট জেলেনস্কি।আলোচনায় পশ্চিমা মিত্রদের এমন পদক্ষেপকে ‘ধ্বংসাত্মক’ হিসেবে আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন, ‘এমন পদক্ষেপ ক্রেমলিনকে উজ্জীবিত করবে।’পূর্ব ইউরোপের একাধিক দেশের কৃষকরা জানিয়েছেন, ইউক্রেন থেকে শস্য আমদানির কারণে তাদের উৎপাদিত ফসলের দাম ও বিক্রি কমেছে। দেশজ উৎপাদনকে গুরুত্ব দিতে পোল্যান্ড, হাঙ্গেরিসহ বেশ কয়েকটি দেশ ইউক্রেনীয় শস্য ও কৃষি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ ছাড়া শুল্কহীন অবাধ ব্যবসার চুক্তি থাকলেও এখন বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইউক্রেনের কৃষি পণ্যে শুল্ক আরোপ করেছে।বিষয়টি নিয়ে জেলেনস্কি বলেন, ‘এমন পদক্ষেপে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান চুক্তির লঙ্ঘন হয়েছে।’এমন পরিস্থিতির স্বাভাবিক ও গঠনমূলক সমাধানের আহ্বান জানান জেলেনস্কি।
ঢাকা
,
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










ইউক্রেনীয় শস্যে পশ্চিমের নিষেধাজ্ঞাকে ‘ধ্বংসাত্মক’ বললেন জেলেনস্কি
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৫:৫৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- ৬৪৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ