রুশ বাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা আক্রমণের আগে আটটি নতুন ‘স্টর্ম বিগ্রেড’ গঠন করেছে ইউক্রেনের সেনাবাহিনী। পাল্টা আক্রমণে রুশ বাহিনীকে পরাস্ত করতে এসব ব্রিগেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে আটটি বিগ্রেডে পুরোপুরি প্রস্তুত। এসব ব্রিগেডে ৪০ হাজার সেনা রয়েছে। তবে পুরোদমে লড়াইয়ে নামার আগে তাদের আরও প্রশিক্ষণের প্রয়োজন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পাল্টা আক্রমণ প্রসঙ্গে ইউক্রেনীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, সেনাদের পুনরায় সজ্জতি করা হচ্ছে এবং আক্রমণে যেতে তাদের আরও সময় লাগতে পারে।রুশ ও ইউক্রেনী বাহিনী এক বছরের বেশি সময় ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র লড়াইয়ে লিপ্ত। এর মধ্যে বাখমুতের পরিস্থিতি সবচেয়ে নাজুক। সেখানে ভারী অস্ত্র নিয়ে টানা ৮ থেকে ৯ মাসের বেশি সময় যুদ্ধ চলছে। বিশেষজ্ঞরা বাখমুতকে কৌশলগতভাবে খুব একটা গুরুত্বপূর্ণ বলছেন না। তবে তাদের মতে, রাশিয়ার জন্য একটি বিজয় জরুরি হয়েছে পড়েছে। কারণ গত কয়েক মাস ধরে ইউক্রেন যুদ্ধে কোনও সফলতা অর্জন করতে পারেনি রুশ বাহিনী।এই সময়টায় কোনও পক্ষই বড় কোনও বিজয় অর্জন করতে পারেনি। তারপরও লড়াইয়ে প্রাণহানি বাড়ছে প্রতিনিয়ত। মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি সোমবার (১ মে) বলেছেন, গত পাঁচ মাসে ২০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে ৮০ হাজারের বেশি সেনা। এই হতাহতের বেশিরভাগই বাখমুতে।যুক্তরাষ্ট্রের এমন দাবিকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার (২ মে) এক বিবৃতিতে রাশিয়া জানায়, এ বিষয়ে ওয়াশিংটনের সঠিক তথ্য পাওয়ার কোনও সুযোগ নেই। হতাহতের সংখ্যা তৃতীয় পক্ষের জানা অসম্ভব। এই যুদ্ধে ইউক্রেনের কত সেনা হতাহত হয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো কোনও তথ্য দেয়নি। তবে সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ফাঁস হওয়া গোপন নথিতে জানা গেছে, গত ফেব্রুয়ারি পর্যন্ত ইউক্রেনের ১৭ হাজারের বেশি সেনা নিহত হয়েছে।এদিকে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন মঙ্গলবার দাবি করেছেন, তার বাহিনীর হামলায় ইউক্রেনের এক কমান্ডার কামান হামলায় নিহত হয়েছেন। তবে এর কয়েক ঘণ্টার পরই এক বিবৃতিতে বিষয়টি প্রত্যাখ্যান করে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।সম্প্রতি বাখমুত পরিদর্শন করে ইউক্রেনের কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, বাখমুত নিয়ে আমরা কয়েকটি শক্তিশালী প্রতিরক্ষা পদক্ষেপ নিয়েছি। ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর ব্যবস্থা নিতে কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছি আমরা।এক ভিডিওতে দেখা গেছে বাখমুতের সেনাদের পুরস্কৃত করেছেন তিনি। তিনি আরও বলেন, আমরা আমাদের রিজার্ভগুলোকে আরও সময় দিচ্ছি, আক্রমণের আরও প্রস্তুতি নেওয়া হচ্ছে।ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া আরেকটি নথিতে দেখা গেছে, ইউক্রেনের জন্য আরও ১২ বিগ্রেড সেনা প্রয়োজন। যার মধ্যে তিনটি নিজস্ব, ৯টি প্রশিক্ষিত, পশ্চিমা লেপার্ড ট্যাংক ও ন্যাটো মানের সামরিক সরঞ্জাম। নতুন গঠিত ‘স্টর্ম ব্রিগেড’ নিয়মিত সেনাবাহিনীকে সহায়তা করার দায়িত্ব দেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সব কিছুই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে।ইউক্রেনের এমন প্রস্তুতির মধ্যে বসে নেই রুশ বাহিনীও। ইউক্রেনীয় আক্রমণ প্রতিহতের প্রস্তুতি নিচ্ছে পুতিনের যোদ্ধারা। পূর্ব ও দক্ষিণে অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাবে তারা।রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, রাশিয়ার অস্ত্র কোম্পানিগুলো প্রতিনিয়ত উৎপাদন বাড়াচ্ছে। ক্ষেপণাস্ত্র বাড়ানোর দিকে জোর দিচ্ছে তারা।