কাতার বিশ্বকাপ জিতে ৩৬ বছরের অপেক্ষার অবসান আর্জেন্টিনার। যাদের হাত ধরে, তাদের মধ্যে অন্যতম কারিগর এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন এই গোলরক্ষক আবার ভালো করেই জানেন, বাংলাদেশে তাদের অগণিত সমর্থক রয়েছে। তাই নিজ আগ্রহে এ দেশে আসার ইচ্ছে পোষণ করেছেন তিনি।
কলকাতার গণমাধ্যম ‘এই সময়’-এর প্রতিবেদনে এসেছে, ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, মার্টিনেজ ৩ জুলাই বাংলাদেশে আসবেন। তবে এখানে এসে তিনি কোনও অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা জানা যায়নি।
শতদ্রু বলেন, ‘সেটা বাংলাদেশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের কোনও ক্লাবে যাবে কি না তাও সিদ্ধান্ত হয়নি। তবে সেটা খুব শিগগিরই জানা যাবে।’
নিজের ফেসবুক পোস্টে শতদ্রু জানান, বাংলাদেশে আর্জেন্টিনার বিশাল সমর্থক গোষ্ঠী থাকায় মার্টিনেজই ঢাকায় আসতে আগ্রহ প্রকাশ করেছেন। শতদ্রু লিখেন, ‘এমিলিয়ানো মার্টিনেজের মনে বাংলাদেশের জন্য একটা বিশেষ জায়গা রয়েছে। কারণ বাংলাদেশের সমর্থন অনেক বেশি।’