যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে মেক্সিকোর ওহাকায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যটির কর্মকর্তারা। বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হেসুস রোমেরোর বরাত দিয়ে প্রতিবেদনটিতে লেখা হয়, মেক্সিকো সিটি থেকে দক্ষিণাঞ্চলের ওহাকা রাজ্যের মধ্য দিয়ে যাওয়ার পথে মাগদালেনা পেনাসকো শহরে আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে বাসটি দুর্ঘটনায় পড়ে।
খাদে পড়ে যাওয়ার আগে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে ধারণা করা হচ্ছে।
আহতদের মধ্যে ১৪ জনকে কাছাকাছি একটি শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে, ৫ জনকে আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজধানী ওহাকা সিটিতে, বলেছেন কর্মকর্তারা।
চলতি বছরের ১৮ এপ্রিল মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে গেলে ১৮ জনের মৃত্যু হয়।