ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সমাজব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকারে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল-২০২৫ Logo শান্তিগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধিতে পোনামাছ অবমুক্ত Logo শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo বিয়ের কনে দেখতে গিয়ে নৌকা ডুবে ২জনের মৃত্যু Logo শান্তিগঞ্জে জামায়াতের প্রতিনিধি সম্মেলন ও দাঁড়িপাল্লার প্রচার মিছিল অনুষ্ঠিত Logo সুনামগঞ্জ ৩ আসনের সর্বস্তরের জনগণের ভালবাসায় সিক্ত হাম্মাদ গাজিনগরী Logo দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন সভাপতি: বিশ্বজিৎ চৌধুরী সম্পাদক: শাহজাহান সিরাজ Logo ফুলেল শুভেচ্ছায় জমিয়ত প্রার্থী হাম্মাদ আহমদের স্বদেশ প্রত্যাবর্তন Logo স্বীকৃত শিক্ষকতায় রাহমান তৈয়বের পথ চলা Logo শান্তিগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সাকিবদের শেষ সুযোগ আজ

হারলেই চলতি এশিয়া কাপে দর্শকের সারিতে জায়গা হবে সাকিব আল হাসানদের। আর জিতলে টিকে থাকার সুযোগ মিলবে। এমনি অবস্থায় আজ (রোববার) ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তাপ ছড়ানো এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে।
নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের হারে সুপার ফোরে জায়গা করা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে টাইগাররা। আজ জিতলেও সেরা চারে সাকিব বাহিনী জায়গা করে নিতে পারবে কি না সেটাও নিশ্চিত নয়। যদি গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে গত আসরের এশিয়া বিজয়ী শ্রীলঙ্কাকে আফগানরা হারিয়ে দেয়, তা হলে অনেক গাণিতিক সমীকরণের মুখে পড়বে টাইগাররা। তিন দলের পয়েন্ট সমান হলে, গুরুত্বপূর্ণ হয়ে উঠবে রানরেট। উল্লেখ্য, প্রতি গ্রুপ থেকে দুটো করে দল খেলবে সুপার ফোরে।
প্রথম ম্যাচে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্ত ছাড়া টাইগার ব্যাটারদের পারফরম্যান্স ছিল এক কথায় হরর শো। ওই ম্যাচে দলের সাতজন ব্যাটার পাননি দুই অঙ্কের ঘরের নাগাল। প্রান্ত আগলে রেখেও ধস আটকাতে পারেননি শান্ত। ১২২ বলের ইনিংসে ৮৯ রান করেন শান্ত। আর টাইগার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন তাওহিদ হৃদয়। মাত্র ১৬৪ রান তুলতেই দম ফুরিয়ে যায় টাইগারদের। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করে নেন অধিনায়ক সাকিব।
এত বড় হারের ধাক্কা নিয়েই শ্রীলঙ্কা থেকে পাকিস্তানে উড়াল দিতে হয়েছে বাংলাদেশকে। শুক্রবার লাহোরে পৌঁছেছে টাইগাররা। মাত্র এক দিনের অনুশীলন করেই আফগান চ্যালেঞ্জে নামতে হচ্ছে সাকিবদের। হারের ধাক্কা কাটিয়ে ওঠার সঙ্গে যোগ হচ্ছে ভ্রমণজনিত ক্লান্তি ও নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। লাহোরে প্রতিপক্ষ আফগানরা অনুশীলন করেছে পাঁচ দিন। সেখানে মাত্র এক দিন অনুশীলন করার সুযোগ পেয়েছে টাইগাররা।
সবকিছুতে বাংলাদেশ ব্যাকফুটে থাকলেও গরম যে বড় বালাই। আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প দেখছেন না বাংলাদেশের লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিবদের প্রধান কোচ বলেন, শ্রীলঙ্কা ম্যাচে যা ঘটেছে তারপর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে আমাদের জিততেই হবে। আগের ম্যাচে আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তবে আমরা আত্মবিশ্বাসী। আগামীকাল (আজ) আফগানিস্তানের বিপক্ষে আমাদের সেরাটাই দিতে হবে। কন্ডিশন বিবেচনায় টাইগারদের বিপক্ষে নিজেদের ফেবারিট মানছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি। গতকাল সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন সেটাই, লাহোরের মাঠ অনেকটাই আফগানিস্তানের মতো। আমরা এ রকম ভেন্যুতেই ঘরোয়া ক্রিকেট খেলি। এটা আমাদের সাহায্য করবে।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

সমাজব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকারে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল-২০২৫

সাকিবদের শেষ সুযোগ আজ

আপডেট সময় ১০:৩৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
হারলেই চলতি এশিয়া কাপে দর্শকের সারিতে জায়গা হবে সাকিব আল হাসানদের। আর জিতলে টিকে থাকার সুযোগ মিলবে। এমনি অবস্থায় আজ (রোববার) ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তাপ ছড়ানো এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে।
নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের হারে সুপার ফোরে জায়গা করা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে টাইগাররা। আজ জিতলেও সেরা চারে সাকিব বাহিনী জায়গা করে নিতে পারবে কি না সেটাও নিশ্চিত নয়। যদি গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে গত আসরের এশিয়া বিজয়ী শ্রীলঙ্কাকে আফগানরা হারিয়ে দেয়, তা হলে অনেক গাণিতিক সমীকরণের মুখে পড়বে টাইগাররা। তিন দলের পয়েন্ট সমান হলে, গুরুত্বপূর্ণ হয়ে উঠবে রানরেট। উল্লেখ্য, প্রতি গ্রুপ থেকে দুটো করে দল খেলবে সুপার ফোরে।
প্রথম ম্যাচে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্ত ছাড়া টাইগার ব্যাটারদের পারফরম্যান্স ছিল এক কথায় হরর শো। ওই ম্যাচে দলের সাতজন ব্যাটার পাননি দুই অঙ্কের ঘরের নাগাল। প্রান্ত আগলে রেখেও ধস আটকাতে পারেননি শান্ত। ১২২ বলের ইনিংসে ৮৯ রান করেন শান্ত। আর টাইগার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন তাওহিদ হৃদয়। মাত্র ১৬৪ রান তুলতেই দম ফুরিয়ে যায় টাইগারদের। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করে নেন অধিনায়ক সাকিব।
এত বড় হারের ধাক্কা নিয়েই শ্রীলঙ্কা থেকে পাকিস্তানে উড়াল দিতে হয়েছে বাংলাদেশকে। শুক্রবার লাহোরে পৌঁছেছে টাইগাররা। মাত্র এক দিনের অনুশীলন করেই আফগান চ্যালেঞ্জে নামতে হচ্ছে সাকিবদের। হারের ধাক্কা কাটিয়ে ওঠার সঙ্গে যোগ হচ্ছে ভ্রমণজনিত ক্লান্তি ও নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। লাহোরে প্রতিপক্ষ আফগানরা অনুশীলন করেছে পাঁচ দিন। সেখানে মাত্র এক দিন অনুশীলন করার সুযোগ পেয়েছে টাইগাররা।
সবকিছুতে বাংলাদেশ ব্যাকফুটে থাকলেও গরম যে বড় বালাই। আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প দেখছেন না বাংলাদেশের লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিবদের প্রধান কোচ বলেন, শ্রীলঙ্কা ম্যাচে যা ঘটেছে তারপর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে আমাদের জিততেই হবে। আগের ম্যাচে আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তবে আমরা আত্মবিশ্বাসী। আগামীকাল (আজ) আফগানিস্তানের বিপক্ষে আমাদের সেরাটাই দিতে হবে। কন্ডিশন বিবেচনায় টাইগারদের বিপক্ষে নিজেদের ফেবারিট মানছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি। গতকাল সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন সেটাই, লাহোরের মাঠ অনেকটাই আফগানিস্তানের মতো। আমরা এ রকম ভেন্যুতেই ঘরোয়া ক্রিকেট খেলি। এটা আমাদের সাহায্য করবে।