দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিন। টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আলবিসেলেস্তেরা। তাই পেরুর বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রেখে শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া লিওনেল স্কালোনির শিষ্যরা।
নিজেদের ঘরের মাঠ এস্তাদিও ন্যাসিওনাল ডি লিমা স্টেডিয়ামে আর্জেন্টিনাকে আতিথ্য জানাবে পেরু। আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৮ টায় মাঠে নামবে দু’দল। শক্তির বিচারে পেরুর তুলনায় অনেকটা এগিয়ে আর্জেন্টিনা। র্যাঙ্কিংয়ের বিষয় তো রয়েছেই, বিশ্বকাপের বাছাই পর্বের ফলাফলও তাই বলছে। পেরু তিন ম্যাচের একটাতেও জয় পায়নি। সর্বশেষ দুই ম্যাচেই হেরেছে, প্রথম ম্যাচ ড্র করেছিল তারা। অন্যদিকে আর্জেন্টিনা টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে।
আকাশী নীল শিবিরে লিওনেল মেসিকে এই ম্যাচে দেখা যাবে কিনা তা নিয়ে আছে শঙ্কা। চোট কাটিয়ে গত ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা। মেসির সঙ্গে কথা বলেই পেরু ম্যাচে তাকে খেলানোর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।
সংবাদ সম্মেলনে স্কালোনি মেসিকে নিয়ে বলেন, সে ভালো আছে, সে প্রশিক্ষণ নিচ্ছে। আমরা আগামীকাল সিদ্ধান্ত নেব। যদি সে ভালো থাকে তাহলে সে খেলবে, যা আমরা সবাই চাই।
বাছাই পর্বে তৃতীয় ম্যাচ শেষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। তিন ম্যাচ থেকে য়ালবিসেলেস্তেদের পয়েন্ট ৯। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের পয়েন্ট ৭। এরপর যথাক্রমে রয়েছে কলাম্বিয়া (৫), উরুগুয়ে (৪), চিলি (৪), ভেনেজুয়েলা (৪), ইকুয়েডর (৩), প্যারাগুয়ে (১), পেরু (১) ও বলিভিয়া (০)।