দীর্ঘ এক যুগ পর দিরাই -শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক নির্বাচনে যেন প্রাণের সঞ্চার হতে চলেছে।
দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নির্বাচন কে সামনে রেখে ১৯শে মে রবিবার ভোট গ্রহণ এর প্রস্তুতি মূলক, আবুল হাসনাত ,খসরু মিয়া, লিটন মিয়া, ও বিপ্লব সরদার মোট ৮০৯ ভোট জমা দেন।
প্রতিপক্ষ জগনু মিয়ার নেতৃত্বে জমা দেওয়া হয়, ৬০৪ ভোট।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর উমর ফারুক ,আব্দুল মনাফ, ডক্টর সামছুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
মোট ১৪১৫ ভোট জমা হয়।
ভোটের পরিসংখ্যানে অতীতের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, সীমিত ভোটের এই সংখ্যায় ভোট জমা দিয়ে যারা এগিয়ে থাকেন, তারাই সব সময় বিজয়ী হয়ে এসেছেন।
দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বর্তমান সভাপতি খালেদ রেজা খাঁন এর কাছে নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি বলেন , অতীতে আমাদের কর্মমূখি,জনস্বার্থ মূলক, মানবিক কাজ গুলো যে মানুষের উপকারে এসেছে ,আজকের এই হাজার হাজার সদস্যদের শতস্ফুর্ত অন্তর্ভুক্তি এরই নিদর্শন।
এই ছোট্ট জনগোষ্ঠীর মধ্য থেকে এতো সদস্যদের সম্পৃক্ততায় প্রমাণ করে সংগঠন আজ সফল ও সার্থকতার পথে এগিয়ে চলেছে।
সাধারণ সম্পাদক শাহিন মিয়া বলেন ১৯শে মে রবিবার সারাদিন,
দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নির্বাচনে এসে ভোট দিন।
কোষাধ্যক্ষ আকতার হোসেইন সকল সিনিয়র সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।