স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ থানার রাস্তার সামন থেকে শুরু করে সুনামগঞ্জ টেক্রটাইল ইন্সটিটিউট পর্যন্ত প্রায় ৫শ মিটারের এরিয়ার মধ্যে সংকেতহীন পাঁচটি স্পিড ব্রেকার স্থাপন করা হয়েছে। এই স্পিড ব্রেকারগুলো খাড়াভাবে নির্মাণ করা হয়েছে এবং স্পিড ব্রেকারে কোন ধরণের সাংকেতিক চিহ্ন দেওয়া হয়নি। দূর থেকে রাতের বেলা কোন ভাবেই বুঝা যায় না সামনে স্পিড ব্রেকার রয়েছে। প্রতিটি স্পিড ব্রেকারের সামনে গতিরোধক সাইন বোর্ড না থাকায় এবং সাংকেতিক চিহ্ন না দেওয়ায় প্রতিনিয়ত মারাত্বক দূর্ঘনার আশংখা করছেন বিভিন্ন যানবাহনের চালক থেকে শুরু করে এলাকার সচেতন মহল। মিনিবাস চালক জুয়েল আহমদ বলেন, কোন সংকেত না থাকায় এই স্পিড ব্রেকারগুলো মরণফাঁদে পরিনত হয়েছে। তাই দ্রুত প্রতিটি স্পিড ব্রেকারের সামনে গতিরোধক সতর্কতামূলক সাইনবোর্ড সহ সাংকেতিক চিহ্ন দেওয়া একান্ত জরুরী।
এ ব্যাপারে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-পরিচালক ড.মোহাম্মদ আহাদ উল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইন অনুযায়ী মহা সড়কে স্পিড ব্রেকার স্থাপন করার কোন সুযোগ নেই। তবে শান্তিগঞ্জের ঐ স্থানে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধে এই স্পিড ব্রেকারগুলো স্থাপন করা হয়েছে। দূর্ঘটনা প্রতিারোধে খুব শীঘ্রই স্পিড ব্রেকারগুলোতে সাংকেতিক চিহ্ন এবং সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে।